X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

মুক্তামনির হাতে দ্বিতীয় অপারেশন শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০১৭, ০৯:৩৭আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ১০:৩৩

মুক্তামনিকে অপারেশন থিয়েটারে নেওয়া হচ্ছে বিরল রোগে আক্রান্ত মুক্তামনির হাতে দ্বিতীয় অপারেশন শুরু করেছেন চিকিৎসকরা। মঙ্গলবার বেলা সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক ইউনিটের অপারেশন থিয়েটারে তার অপারেশন শুরু করেন চিকিৎসকরা।

এর আগে বেলা সোয়া ৯টার দিকে মুক্তামুনিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। আর সকাল ৮টার দিকে মুক্তামনির কেবিনে গিয়ে তার শারীরিক অবস্থা অপারেশনের জন্য উপযুক্ত আছে কিনা-তা পর্যবেক্ষণ করেন চিকিৎসকরা।

পর্যবেক্ষণ শেষে বের হয়ে যাওয়ার সময় ঢামেকের অধ্যক্ষ ডা. খান আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাকের উদ্বেগের অনেক খানি জায়গা জুড়ে আছে মুক্তামনি। এর সঙ্গে রয়েছে পুরো দেশবাসী।  প্রথম অপারেশন সফল হওয়ায় আমাদের মনোবল ও আত্মবিশ্বাস সবই বেড়েছে। এখন অনেক বিরল রোগের রোগীরা বার্ন ইউনিটে আসছেন, শুধুমাত্র আমাদের সফলতার খবর শুনে।’

অপারেশন থিয়েটারে নেওয়ার আগে মুক্তামনির সঙ্গে কথা বলছেন তার বাবা-মা তিনি আরও বলেন, ‘আবুল বাজানদারের মতো মুক্তামনিকেও আমরা সুস্থ করে তুলতে পারবো বলে আশা করছি। তবে সময় একটু বেশি লাগবে। সিঙ্গাপুর ফেইলড, সিঙ্গাপুর ডিনাইড মুক্তামনি। কিন্তু ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকরা সেটা করে দেখিয়েছে। এখনও পর্যন্ত আমরা কোনও জটিলতার সম্মুখীন হয়নি এবং আমরা সফল হবো।’

অপারেশনের আগে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে মুক্তামনির কেবিনে যান ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ,  ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, একই ইউনিটের পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম, জুনিয়র কনসালটেন্ট ডা. শারমিন সুমি।

সকালে মুক্তামনির কেবিনে পরিস্থিতি পর্যবেক্ষণে যান চিকিৎসকরা জানা গেছে,  বিশেষজ্ঞ চিকিৎসকরা মুক্তমনির কেবিনে এসে সব কাগজপত্র দেখেন। তার শারীরিক অবস্থঅ অপারেশনের জন্য উপযুক্ত আছে কিনা সে বিষয়ে কথা বলেন। তবে চিকিৎসকরা একমত হয়েছেন অপুষ্টির কারণে মুক্তামনি শারীরিকভাবে দুর্বল এবং তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম। এরই প্রেক্ষিতে তার খাওয়া দাওয়ার প্রতিও হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ গুরুত্ব দিচ্ছেন। তবে পর্যবেক্ষণের পর মুক্তামণির শারীরিক অবস্থা ভালো আছে বলে জানান চিকিৎসকরা।

উল্লেখ্য, গত ১২ জুলাই ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তির পর প্রাথমিকভাবে চিকিৎসকরা চারটি রোগের কথা ধারণা করলেও পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে, লিমফেটিক ম্যালফরমেশন রোগে ভুগছে মুক্তামনি। এটি একটি জন্মগত রোগ (কনজিনেটাল ডিজিস)। এর বিশেষত্ব হচ্ছে, জন্মের পরপরই কিছু ক্ষেত্রে এর প্রকাশ পায় কারও কারও ক্ষেত্রে, কারও-কারও ক্ষেত্রে পায় না। এরইমধ্যে সফলভাবে মুক্তামনির একটি অপারেশন করেছেন চিকিৎসকরা। আজ তার দ্বিতীয় অপারেশন।

আরও পড়ুন:
মুক্তামনির চিকিৎসায় সিঙ্গাপুর ব্যর্থ হলেও আমরা সফল হবো: ঢামেক অধ্যক্ষ

হঠাৎ জ্বর আসায় মুক্তমনির আংশিক অপারেশন সম্পন্ন

 

/জেএ/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ত্রাণ প্রবেশের প্রধান দুটি ক্রসিং বন্ধ রেখেছে ইসরায়েল: জাতিসংঘ
গাজায় ত্রাণ প্রবেশের প্রধান দুটি ক্রসিং বন্ধ রেখেছে ইসরায়েল: জাতিসংঘ
পিছিয়ে পড়েও সানডে-ইমনের গোলে ফাইনালে মোহামেডান
পিছিয়ে পড়েও সানডে-ইমনের গোলে ফাইনালে মোহামেডান
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
প্রকল্প নেওয়ার আগে জনগণের উপকার বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রকল্প নেওয়ার আগে জনগণের উপকার বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল