X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভ্রাম্যমাণ আদালত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০১৭, ২১:০৪আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ২১:০৭

ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনে সম্মান প্রথম বর্ষ সব ইউনিটের ভর্তি পরীক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদের এক পত্রের পরিপ্রেক্ষিতে ঢাকা জেলা প্রশাসক একটি সার্বক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা গ্রহণ করেন।

ঢাকা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করবেন।

ভর্তি পরীক্ষায় এবারও ভ্রাম্যমাণ আদালত থাকছে নিশ্চিত করে বুধবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বলেন, ‘ভর্তি পরীক্ষায় কেউ যেন কোনও ধরনের অসদুপায় অবলম্বন করতে না পারে এবং করলেও আমরা যেন সঙ্গে সঙ্গে ধরে সাজার ব্যবস্থা করতে পারি, সেজন্য ভ্রাম্যমাণ আদালত রাখা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আগে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে আটকদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থানায় মামলা করতো। তবে সেক্ষেত্রে দীর্ঘ সময় লাগতো তাদের অপরাধের সাজা দিতে। তাই তাৎক্ষণিক সাজা দেওয়ার জন্য ভ্রাম্যমাণ আদালত রাখা হচ্ছে।’

আগামী ১৫, ১৬ ও ২২ সেপ্টেম্বর এবং ১৩ ও ২০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটগুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, বিগত কয়েক বছর যাবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ পরিচালিত সরকারি-বেসরকারি নিয়োগ পরীক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ফলে সন্তোষজনক ফল পাওয়া গেছে। নকল, প্রক্সি জালিয়াতি, এসএমএস, ডিজিটাল ডিভাইসের মাধ্যমে পরীক্ষায় জালিয়াতির বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তি দেওয়ার কারণে অপরাধমমাত্রা হ্রাসকরণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সহায়তা করে থাকে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

 

/আরএআর/এনআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুন্দরবনে ২২ বছরে ৩২ বার আগুন, তদন্ত হলেও সমাধান নেই
সুন্দরবনে ২২ বছরে ৩২ বার আগুন, তদন্ত হলেও সমাধান নেই
বাজেটে প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৫ হাজার করাসহ ১১ দাবি
বাজেটে প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৫ হাজার করাসহ ১১ দাবি
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মিল্টন সমাদ্দারের আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
মিল্টন সমাদ্দারের আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি