X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশ দীর্ঘমেয়াদি সমস্যায় পড়েছে: শাহদীন মালিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৫:০৪আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৫:০৪

ড. শাহদীন মালিক (ফাইল ছবি) রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশ দীর্ঘমেয়াদি সমস্যার মধ্যে পড়েছে, বলে মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক। তিনি বলেন, ‘রোহিঙ্গারা এক মাস কিংবা দুই মাস পর মিয়ানমারে ফিরে যাবে এটা বলা যাবে না। তাই আমাদের দীর্ঘমেয়াদি চিন্তা করতে হবে কিভাবে তাদের নিরাপদ দেশে পাঠিয়ে এই সমস্যার সমাধান করতে পারি।’
শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টাস ইউনিটিতে ‘আমরা ও রোহিঙ্গা’ শিরোনামে এক সংহতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘রিফউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটি’ এ সভার আয়োজন করে।
সভায় ড. শাহদীন মালিক বলেন, ‘বাংলাদেশ সরকার রোঙ্গিাদের নিয়ে প্রথম কয়েকদিন তেমন একটা খেয়াল না করলেও পরে এগিয়ে এসেছে, তা প্রশংসাযোগ্য। তার জন্য সরকারকে সাধুবাদ জানাচ্ছি।’
সভায় ড. সি আর আবরার বলেন, ‘রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠানোর আগে তারা যে সমস্যার কারণে সেখান থেকে চলে এসেছে তা সমাধান করতে হবে। না হলে তাদের ফেরত পাঠালে হয়তো তারা আবার চলে আসবে। তাই মিয়ানমারের রোহিঙ্গারা যে সব সমস্যার কারণে বাংলাদেশে আসছে তার সমাধান করে ফেরত পাঠাতে হবে।’
সংগঠনটির পক্ষ থেকে লিখিত বেশ কয়েটি প্রস্তাব তুলে ধরা হয় সংহতি সভায়। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনের জন্য আন্তর্জাতিক ক্যাম্পেইন পরিচালনা। মিয়ামারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার পথ প্রশস্ত করা। রোহিঙ্গাদের প্রশ্নে ভারত ও চীনের বর্তমান অবস্থান পরিবর্তনের জন্য রাষ্ট্রগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করা ইত্যাদি।
উপস্থিত শ্রোতাদের এক প্রশ্নের জবাবে রামরু’র চেয়ারম্যান ড. তাসনিম সিদ্দিকী বলেন, ‘রোহিঙ্গারা আমাদের জন্য নিরাপত্তা হুমকি নয়। তবে যারা তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে বিভিন্ন অপরাধমূলক কাজে রোহিঙ্গাদের নিয়োজিত করে তাদের বিষয়ে খেয়াল রাখতে হবে।’

/এএইচআর/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া
টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ