X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

জনস্বাস্থ্য সমস্যার সমাধানে কাজ করবে ‘হেলথ পলিসি ডায়ালগ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০১৭, ০৪:৫৫আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ০৫:০০

'স্বাস্থ্যখাতে অর্জন এবং জনগণের প্রত্যাশা ও প্রাপ্তি' শীর্ষক গোলটেবিল বৈঠকপ্রতিরোধযোগ্য মাতৃমৃত্যু, নবজাতক ও শিশুমৃত্যুর অবসান ঘটানো,অসংক্রামক রোগে অকাল মৃত্যুহার কমানো এবং পানিবাহিত ও সংক্রামক রোগ প্রতিরোধের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্ভব। জনস্বাস্থ্য সংক্রান্ত সমস্যা সমাধানে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন, যেখানে থিংক ট্যাঙ্ক কার্যকর ও অগ্রণী ভূমিকা রাখতে পারে বলে মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা।

শনিবার (২৩ সেপ্টেম্বর) আইসিডিডিআর-বি’র  প্রকল্প  Strengthening Health, Applying Research Evidence (SHARE) ‘শেয়ার'-এর উদ্যোগে ‘স্বাস্থ্যনীতি সংলাপ' বা ‘হেলথ পলিসি ডায়ালগ’ নামে একটি থিংক ট্যাঙ্কের  আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে  'স্বাস্থ্যখাতে অর্জন এবং জনগণের প্রত্যাশা ও প্রাপ্তি' শীর্ষক একটি গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা।  

দেশের বিজ্ঞানী, শিক্ষাবিদ, উন্নয়ন চিন্তাবিদ এবং জনস্বাস্থ্য ও মানবাধিকার বিষয়ক কর্মসূচির সঙ্গে যুক্ত সমাজের অভিজ্ঞ  প্রতিনিধিরা এই থিংক ট্যাঙ্কের সঙ্গে জড়িত হয়েছেন। স্বাস্থ্যনীতি প্রণয়নে এবং স্বাস্থ্য সেবায় জনগণের আস্থা ফিরিয়ে আনতে এই থিংক ট্যাঙ্ক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, নীতিনির্ধারকসহ অন্যদের সঙ্গে কাজ করবে। 

অনুষ্ঠানের সভাপতি এবং বারডেম হাসপাতালের চিফ কনসালটেন্ট অধ্যাপক ডা. টি এ চৌধুরী ‘স্বাস্থ্যনীতি সংলাপ'এর উদ্দেশ্য সর্ম্পকে বলেন, ‘এই থিংক ট্যাঙ্ক স্বাস্থ্যসেবা নিয়ে জনগণের চাওয়া-পাওয়া প্রত্যাশাকে ধারণ করবে। সেইসঙ্গে স্বাস্থ্যসংক্রান্ত গবেষণা ও তথ্য উপাত্তের আলোকে কার্যকর গণমুখী স্বাস্থ্যনীতি প্রণয়ন ও বাস্তবায়নের জন্য সরকারি-বেসরকারি পর্যায়ে সুপারিশমালা তৈরিতে ভূমিকা রাখবে।’ নবঘোষিত এই থিংক ট্যাঙ্ক এর উদ্যোগে জনস্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর গবেষণাভিত্তিক  এধরনের আলোচনা ও যোগাযোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আইসিডিডিআর-বি এর বিজ্ঞানী ও প্রকল্প পরিচালক ড. ইকবাল আনোয়ার আলোচনার মূল উপস্থাপনায় শিশু ও মাতৃমৃত্যু হার হ্রাস স্বাস্থ্য খাতের  উল্লেখযোগ্য অর্জনগুলো এবং স্বাস্থ্যসেবায় বাজেট ঘাটতি, চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মী সংকট, অসংক্রামক রোগের ব্যাপক প্রাদুর্ভাব, প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবায় বৈষম্যসহ বিদ্যমান প্রতিবন্ধকতা তুলে ধরেন।  

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের মহাপরিচালক মোহাম্মদ আসাদুল ইসলাম আইসিডিডিআর-বি’র এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কিছু সুপারিশমালা উপস্থাপন করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস। আলোচনা অনুষ্ঠানে দেশের সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, প্রাইভেট সেক্টর, স্বাস্থ্য গবেষক, স্বাস্থ্য ব্যবস্থাপক, নীতি নির্ধারক, শিক্ষক, শিক্ষার্থী, নাগরিক প্রতিনিধি এবং গণমাধ্যম থেকে আগত প্রতিনিধিরা অংশ নেন এবং স্বাস্থ্য সেবা নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

/জেএ/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আরও ২-৩ দিন পর্যবেক্ষণে থাকবে সুন্দরবনের আগুন লাগা এলাকা
আরও ২-৩ দিন পর্যবেক্ষণে থাকবে সুন্দরবনের আগুন লাগা এলাকা
রোহিঙ্গা গণহত্যা মামলা চালাতে ওআইসির সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা গণহত্যা মামলা চালাতে ওআইসির সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রেখে পুরস্কার পেলো সানশাইন ব্রিকস
পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রেখে পুরস্কার পেলো সানশাইন ব্রিকস
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?