X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা শিশুদের জন্য ইউনিসেফের জরুরি ত্রাণ এসেছে

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০১৭, ১২:২০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১২:২৪

হজরত শাহজালাল বিমানবন্দরে ইউনিসেফের ত্রাণবাহী বিমান মিয়ানমার থেকে বাংলাদেশে আসা হাজার হাজার রোহিঙ্গা শিশু ও তাদের পরিবারের জন্য ইউনিসেফের পাঠানো ত্রাণের প্রথম চালানটি রবিবার ঢাকায় এসে পৌঁছেছে।
কোপেনহেগেন থেকে একটি কার্গো বিমানে করে একশ’ টন ত্রাণসামগ্রী বাংলাদেশে পৌঁছেছে। ত্রাণসামগ্রীর মধ্যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, পরিবারের জন্য হাইজিন কিটস, স্যানিটারি সামগ্রী, প্ল্যাস্টিকের তাঁবু, শিশুদের জন্য খেলনাসহ বিভিন্ন বিনোদন সামগ্রী ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী রয়েছে।
এ ত্রাণ দিয়েআনুমানিক আড়াই লাখ রোহিঙ্গা শরণার্থী শিশুর জরুরি প্রয়োজন মেটানো হবে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে চার লাখ ২৯ হাজার রোহিঙ্গা প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
রবিবার ইউনিসেফের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব রোহিঙ্গা শরণার্থী কক্সবাজার জেলার বিভিন্ন আশ্রয় শিবির ও অস্থায়ী আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে।
বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি এডোয়ার্ড বিগবেডার বলেন, ‘ডায়রিয়াসহ অন্যান্য পানিবাহিত রোগ থেকে সুরক্ষা দিতে শিশু ও তাদের পরিবারের সদস্যদের জন্য বিশুদ্ধ খাবার পানি ও থালাবাসন ধোয়ার নিরাপদ পানি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।’

তিনি আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে বিশেষত ভারী বৃষ্টিপাতের কারণে আশ্রয় শিবির ও অস্থায়ী আশ্রয় কেন্দ্রে বসবাসরত রোহিঙ্গারা অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে।’

পরবর্তী ত্রাণবাহী চালানটিও বাংলাদেশে আসার পথে রয়েছে। এতে শিশুদের জন্য স্কুলব্যাগ, তাঁবু, শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশের বিভিন্ন উপকরণ, ফ্যামিলি হাইজিন কিটস, তারপুলিন ও পুষ্টিকর খাবার পাঠানো হচ্ছে।

বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় নগরী কক্সবাজারে ট্রাকের মাধ্যমে ত্রাণ সমগ্রীগুলো সরবরাহ করা হবে।

আগামী তিন মাস বাংলাদেশে  কার্যক্রম পরিচালনার জন্য ইউনিসেফ আরও ৭৩ লাখ মার্কিন ডলার সহায়তা চেয়েছে।

সূত্র: বাসস

আরও পড়ুন: সীমান্তে কাঁটাতারের বেড়া মেরামত করছে মিয়ানমার

 

/এপিএইচ/
সম্পর্কিত
রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে: প্রধানমন্ত্রী
‘হতাশা থেকে রোহিঙ্গারা আইনবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারে’
অস্ত্র ও গুলিসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
সর্বশেষ খবর
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া
টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ