X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

প্রাথমিকের বেতন বৈষম্য দূর হওয়ায় খুশি শিক্ষক সমিতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০১৭, ১৬:৪৮আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ১৬:৪৮

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর হওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। এখানে তাদের পক্ষ থেকে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানো হয়।

সভায় সমিতির নেতারা জানান, ২০১৪ সালের ৯ মার্চ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির পযমর্যাদাসহ তাদের বেতন স্কেল প্রাপ্ত স্কেলের দুই ধাপ ওপরের স্কেলে ও সহকারী শিক্ষকদের প্রাপ্ত স্কেলের একধাপ ওপরের স্কেলে উন্নীত হয়। দেশের প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও সরকারি প্রাথমিক শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে উন্নীত স্কেলে সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণ হলেও সিনিয়র প্রধান শিক্ষকদের বেলায় তা বন্ধ থাকে। এ কারণে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষকদের চেয়ে বেশি বেতন পেয়েছিলেন।

বৈঠকে বক্তারা বলেন, ‘দীর্ঘ চার বছর পর এই শিক্ষক সমিতির নিরলস প্রচেষ্টা আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সদিচ্ছা ও অর্থমন্ত্রীর আন্তরিকতায় সিনিয়র প্রধান শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষকরাও বেতন বৈষম্যের হাত থেকে রক্ষা পেয়েছেন। মন্ত্রণালয়ের নির্দেশ জারির ফলে উন্নীত স্কেল ঘোষণার আগে যিনি যতসংখ্যক টাইম স্কেল পেয়েছেন উন্নীত স্কেলের ওপর তিনি ততসংখ্যক টাইম স্কেল পাবেন। আমরা এজন্য সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই।’

সরকার সবসময় শিক্ষকদের কথা ভাববে বলে আশাবাদী এই সমিতির নেতারা। বক্তারা আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, কোনও সমস্যা সৃষ্টি হলে তা সমাধানে বাস্তব পদক্ষেপ নেবে শিক্ষাবান্ধব বর্তমান সরকার। তাই দীর্ঘদিন পর হলেও শিক্ষকদের উন্নীত স্কেলের দাবি বাস্তবায়ন হওয়ায় আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমানসহ দুই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি।’

বৃহস্পতিবারের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মুহা. আব্দুল আউয়াল তালুকদার। এখানে আরও ছিলেন মহাসচিব মো. আমিনুল ইসলাম চৌধুরী, নির্বাহী সভাপতি ওয়েছ আহমদ চৌধুরী প্রমুখ।

/এসএস/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে লখনউ
মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে লখনউ
তপ্ত রোদেও থামে না তাদের কাজ
আজ মহান মে দিবসতপ্ত রোদেও থামে না তাদের কাজ
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড