X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

ফ্লাইট বাতিলের জেরে নভোএয়ারের কাউন্টারে ভাঙচুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০১৭, ১৮:৫৪আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ১৮:৫৭

নভোএয়ার ঢাকা থেকে সৈয়দপুরগামী একটি ফ্লাইট বাতিলের কারণে যাত্রীদের তোপের মুখে পড়েছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ার। হযরত শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। এসময় তারা নভোএয়ারের কাউন্টারে ভাঙচুর করেন। এমনকি যাত্রীদের তোপের মুখে পড়েন এয়ারলাইন্সটির কর্মকর্তারাও। পরে এয়ারপোর্ট আর্মড পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকাল ৩টা ৩০ মিনিটে প্রায় ৬০ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে নভোএয়ারের ফ্লাইটি সৈয়দপুরে যাওয়ার নির্ধারিত সময় ছিল। কিন্তু নির্ধারিত সময়ে ফ্লাইটটি ছাড়তে দেরি হওয়ায় বিক্ষোভ শুরু করেন যাত্রীরা। অভ্যন্তরীণ টার্মিনালে অপেক্ষা করার পরও তাদের সঠিক কোনও তথ্য দেওয়া হয়নি বলে অভিযোগ করেন যাত্রীরা। জানা যায়, সৈয়দপুর ব্যতীত অন্য রুটের ফ্লাইটের কার্যক্রম পরিচালনায় বাধা দেন ক্ষুব্ধ যাত্রীরা। এরপর ঘটনাস্থলে গিয়ে আর্মড পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বাতিল হওয়া ওই ফ্লাইটের যাত্রী ছিলেন ফামি। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বোডিং কার্ড ইস্যু করার পর নভোএয়ারের লোকজন জানান, ফ্লাইটটি যাবে না- বাতিল করা হয়েছে। শুরুতে তারা জানাননি কেন বাতিল করা হলো। এতে অনেক  যাত্রী ক্ষুব্ধ হয়ে ওঠেন। কেউ কেউ কাউন্টারে গিয়ে ভাঙচুর করেন।’

এ প্রসেঙ্গে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এএপিবিএন) সহকারী পুলিশ সুপার (এসপি)  তারিক আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘যান্ত্রিক ত্রুটির কারণে  নভোএয়ার ফ্লাইট বাতিল করে। কিন্তু যাত্রীরা এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন। তবে যাত্রীদের পরের দিনের (শুক্রবারের) ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। একইসঙ্গে রাতে হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে।’

আরও পড়ুন: 

প্রশ্নফাঁসের জন্য শিক্ষকদের দায়ী করলেন শিক্ষামন্ত্রী

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!