X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

নাগরিক সমাবেশ: যানজটে নাকাল নগরবাসী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৭, ১৬:২০আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ১৬:২৮

ফার্মগেট

সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত নাগরিক সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর কয়েকটি এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) দুপুর থেকে সৃষ্ট যানজটে নাকাল হয়ে পড়েছে নগরবাসী। মিরপুর রোডের আড়ং মোড়ের মানিক মিয়া অ্যাভিনিউমুখী সড়ক ও ফার্মগেটের খামারবাড়িসহ আশেপাশের কয়েকটি সড়কের মোড়ে ব্যারিকেড দিয়েছে পুলিশ।

পুলিশ কর্মকর্তারা জানান, ‘নাগরিক সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার ও জনগণের চাপ সামলাতে গিয়ে নগরীর বিভিন্ন স্থানে ডাইভারশন দিতে হয়েছে।’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সমাবেশ এলাকাসহ আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এজন্য ইউনিফর্ম পরিহত পুলিশের সংখ্যা বাড়ানো ছাড়াও সাদা পোশাকের পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।’

বাংলামোটর

সরেজমিন দেখা যায়, মিরপুর রোডে শ্যামলীর দিকে ফার্মগেটগামী কোনও যানবাহনকেই মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে যেতে দেওয়া হচ্ছে না। তবে সায়েন্সল্যাব ও নিউমার্কেট হয়ে মতিঝিল, আজিমপুর ও সদরঘাটের দিকে যেতে দেওয়া হচ্ছে। অন্যদিকে সায়েন্সল্যাব থেকে মিরপুরে-১০ দিকে যাওয়া যানবাহনগুলোকে মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে যেতে দেওয়া হচ্ছে। খামারবাড়ি হয়ে ফার্মগেটের দিকে যাওয়ার রাস্তার প্রবেশ মুখেও ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এসব ডাইভারশনের কারণে শাহবাগ, নীলক্ষেত, নিউমার্কেট, নিউ এলিফ্যান্ট রোড, হাতিরপুল, বাংলামোটর, প্রেসক্লাব, মৎস্য ভবন, গুলিস্তান ও মগবাজার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এসময় অনেককেই পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।  

কাঁটাবান

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক দক্ষিণ বিভাগের কর্মকর্তারা জানান, সমাবেশকে কেন্দ্র করে শাহবাগ ও আশপাশের রাস্তায় পূর্বনির্ধারিত কোনও ডাইভারশন না থাকলেও প্রধানমন্ত্রীর আসা-যাওয়ার কারণে যান চলাচল কিছুটা নিয়ন্ত্রণ করা হচ্ছে। তাছাড়া জনগণের চাপ সামলাতেও নগরীর কয়েকটি স্থানে ডাইভারশন দিতে হয়েছে। নিয়মিত সড়কগুলো ব্যবহার না করে বিকল্প পথে চলাচলের জন্য নগরবাসীকে অনুরোধ জানানো হচ্ছে।

শাহবাগ

ডিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগের শাহবাগ জোনের সহকারী কমিশনার উকিং মে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোহরাওয়ার্দীতে সমাবেশ হলেও যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। তবে প্রধানমন্ত্রীর চলাচল নির্বিঘ্ন করতে বাংলামোটর এলাকা থেকে গাড়িগুলো মগবাজারের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। নিউ এলিফ্যান্ট রোড দিয়ে চলাচল করা গাড়িগুলো শাহবাগ হয়ে না গিয়ে এলিফ্যান্ট রোড থেকে হাতিরপুল বাংলামোটর মগবাজার হয়ে চলাচল করবে। একইভাবে প্রেসক্লাব এলাকা থেকে আসা গাড়িগুলো মৎস্যভবন মোড় থেকে ঘুরে মগবাজার-বাংলামোটর-কাওরান বাজার হয়ে যাবে।’ সড়ক ব্যবহারের এ নিয়ন্ত্রণ শুধুমাত্র প্রধানমন্ত্রী আসা-যাওয়ার সময় থাকবে বলেও জানান তিনি।

বাংলামোটর

উল্লেখ্য, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর ‘বিশ্ব ঐতিহ্যের দলিল’ হিসেবে স্বীকৃতি পাওয়ায় সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশের আয়োজন করা হয়েছে। এ জন্য শাহবাগ সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানসহ আশেপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

 

 

/আরজে/জেইউ/এএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু