X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

এমপি রানার জামিন আবেদন খারিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৭, ১৪:৩১আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১৪:৩৮

আদালতে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামি এমপি আমানুর রহমান খান রানা ( ফাইল ছবি)

মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় সংসদ সদস্য (এমপি) আমানুর রহমান খান রানার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্টে। ফলে তাকে কারাগারেই থাকতে হচ্ছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

এ সংক্রান্ত জারি করা রুল নিষ্পত্তি করে রবিবার বিচারপতি বোরহান উদ্দীন ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চ এই রায় দেন।

আদালতে রানার পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। সঙ্গে ছিলেন নুরুল ইসলাম সুজন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজিবুর রহমান।

পরে নজিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আদালত এমপি রানার জামিনসংক্রান্ত রুল নিষ্পত্তি করে দিয়েছেন। তাকে জামিন দেওয়া হয়নি। এছাড়াও হাইকোর্ট এ মামলায় তিনটি পর্যবেক্ষণ দিয়েছেন।’

তিনটি পর্যবেক্ষণের বিষয়ে তিনি বলেন, আদালত ৬ মাসের মধ্যে বিচারিক আদালতে চলমান এ মামলাটি নিষ্পত্তি করতে বলেছেন। এই সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি না হলে তার জামিনের বিষয়টি বিবেচনা করতে বলা হয়েছে। একইসঙ্গে তাকে নিয়মিত বিচারিক আদালতে হাজির করতে সংশ্লিষ্টদের আদেশ দিয়েছেন। 

এর আগে ১৩ এপ্রিল এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এএনএম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এমপি রানাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন।

এরপর গত ১৬ এপ্রিল তিন দিনের জন্য হাইকোর্টে দেওয়া রানার জামিন স্থগিত করেন চেম্বার আদালত।

আরও পড়ুন: আমি প্রতিহিংসার শিকার: চিঠিতে ব্যবসায়ী অনিরুদ্ধ

/বিআই/এসটি/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
ফোরাম থেকে ব্যারিস্টার খোকনের অব্যাহতির আদেশ প্রত্যাহার
ফোরাম থেকে ব্যারিস্টার খোকনের অব্যাহতির আদেশ প্রত্যাহার
সাবেক মন্ত্রী আবদুল মান্নান সিদ্দিকীর ২৪তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
সাবেক মন্ত্রী আবদুল মান্নান সিদ্দিকীর ২৪তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
বিক্ষোভকারী শিক্ষার্থীদের সাময়িক বরখাস্ত করেছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
বিক্ষোভকারী শিক্ষার্থীদের সাময়িক বরখাস্ত করেছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন