X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

‘রাজনৈতিকভাবে দ্বিমত পোষণকারী লোকই গুম হয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০১৭, ১৭:৪৮আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ২১:১৫

জায়েদুল আহসান পিন্টু

বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির সম্পাদক জায়েদুল আহসান পিন্টু বলেছেন, যারা গুম করছেন তারা অনেক স্মার্ট ও ক্ষমতাধরও বটে। তা না হলে এত সুন্দর করে কৌশলে গুম করা সম্ভব নয়। যারা রাজনৈতিকভাবে দ্বিমত পোষণকারী, কোনোভাবে মতাদর্শের সঙ্গে মিলছে না, এমন লোকই গুম হয়।

তিনি বলেন, ‘অনেকেই ফিরে এসেছেন, অনেকের মৃতদেহ পাওয়া গেছে। আবার অনেকের এখনও কোনও খোঁজও নেই। এসবের প্রতিটি তদন্ত ভারই পুলিশ পেয়েছে। তদন্তের একটা পর্যায়ে দেখা যায়, তদন্তের আর কোনও অগ্রগতি পাওয়া যায় না। এর মানে যে, পুলিশ পারে না- তা কিন্তু আমি বিশ্বাস করি না। কিন্তু এগুলো যে খুব কঠিন তাও না। কারণ, পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে অনেক কিছুর রহস্য বের করতে পারে।’

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকালে বাংলা ট্রিবিউন আয়োজিত ‘গুম’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেছেন। 

রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকির আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজেও লাইভ দেখা যাচ্ছে।

জায়েদুল আহসান পিন্টু বলেন, ‘একটা পর্যায়ে গিয়ে পুলিশ আর কিছু বলতে চায় না। দায়সারা কথা বলে। বলে তদন্ত চলছে। কিন্তু ওই তদন্তের আর কোনও কূল কিনারা আলোর মুখ দেখে না। তারা সরাসরি বলে-তারা কিছু জানে না। কিন্ত গুম বিষয়টিতে তলিয়ে দেখলে বোঝা যায়, বিষয়টি একটি রাজনৈতিক সমস্যা।’ তিনি বলেন,‘রাষ্ট্রের দর্শন যদি থাকে, রাজনৈতিক ইচ্ছা থাকে, তাহলে একজন মানুষও আর নিখোঁজ হবে না। কিন্তু রাষ্ট্র সেই অবস্থানটি নিচ্ছে না। এই জায়গা থেকেই স্পষ্ট বোঝা যায়, যারা রাজনৈতিকভাবে দ্বিমত পোষণকারী, কোনোভাবে মতাদর্শের সঙ্গে মিলছে না, এমন লোকই গুম হয়। এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, গুমও একসময় সামাজিক বৈধতা তৈরি হবে। সমাজ এই গুমকে সহজেই গ্রহণ করে নেবে।’

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন বাংলাদেশ পুলিশের সাবেক আইজি এনামুল হক, মানবাধিকারকর্মী ও নিরাপত্তা বিশ্লেষক নূর খান, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, রাজনৈতিককর্মী ফিরোজ আহমেদ ও বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ।

আরও পড়ুন-

যারা গুম করে তারা খুবই প্রশিক্ষিত: হারুন উর রশীদ

আরএআর/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী