X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

সংসদে নিরাপত্তা রক্ষীদের ঘুষ দিতে গিয়ে প্রতারক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০১৭, ১৯:০৬আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ১৯:১০

 

গ্রেফতার কর্নেল পরিচয়ে জাতীয় সংসদে প্রবেশ করতে গেলে আতিকুর রহমান (৫১) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
শেরেবাংলা নগর থানার ইন্সপেক্টর (অপারেশন্স) আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে জানান, বুধবার (২৩ নভেম্বর) বিকালে জাতীয় সংসদে অধিবেশন চলাকালে সময়ে আতিকুর রহমান নামের এই ব্যক্তি নিজেকে কর্নেল পরিচয় দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। এসময় সে সংশ্লিষ্ট নিরাপত্তারক্ষীদের ঘুষ দেওয়ার প্রস্তাব করে। তখন নিরাপত্তারক্ষীরা তাকে আটক করে পুলিশে খবর দেন। সেখান থেকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে জাতীয় সংসদের নিরাপত্তার দায়িত্বে থাকা বিমান বাহিনীর করপোরাল রফিকুল ইসলাম বাদী হয়ে আতিকের বিরুদ্ধে ‘মিথ্যা পরিচয়ে সংরক্ষিত এলাকায় প্রবেশে’র অভিযোগে একটি মামলা দায়ের করেন।
আবুল কালাম আজাদ আরও জানান, এ মামলায় আতিকুর রহমানকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। শুক্রবার (২৪ নভেম্বর) আবারও তাকে আদালতে পাঠানো হবে।
এই পুলিশ কর্মকর্তা জানান, আতিকুর রহমান আগে আদম ব্যবসা করতেন। এখন প্রতারণাই তার পেশা। জিজ্ঞাসাবাদে সে পুলিশকে এ তথ্য জানিয়েছে। আতিক কুমিল্লা জেলার তিতাস থানার মুন্সিবাড়ি গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে।
সংশ্লিষ্টরা জানান, বিগত দু’মাসে প্রতারক আতিকুর রহমান নিজেকে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে একাধিকবার জাতীয় সংসদে প্রবেশ করেছে। জাতীয় সংসদের সার্জেন্ট অ্যাট আর্মস মোস্তাক আহমদ বিষয়টি বৃহস্পতিবার স্পিকারকে অবহিত করেছেন।

 

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
জাকের পার্টির ‘বিশ্ব ইসলামি সম্মেলন’ অনুষ্ঠিত
জাকের পার্টির ‘বিশ্ব ইসলামি সম্মেলন’ অনুষ্ঠিত
গাজায় ইউক্রেনের চেয়েও বেশি ধ্বংসস্তূপ রয়েছে: জাতিসংঘ
গাজায় ইউক্রেনের চেয়েও বেশি ধ্বংসস্তূপ রয়েছে: জাতিসংঘ
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক