X
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
২ জ্যৈষ্ঠ ১৪৩১

বিচারহীনতার কারণেই গুমকারীরা পার পেয়ে যাচ্ছে: সাবেক আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০১৭, ২০:২২আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ২১:১৩

বাংলাদেশ পুলিশের সাবেক আইজি এনামুল হক গুমের সঙ্গে কারা জড়িত সেটা অনেক সময় জানা গেলেও বিচারহীনতার কারণেই তারা পার পেয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পুলিশের সাবেক ইন্সপেক্টর জেনারেল (আইজি) এনামুল হক। তিনি বলেন, ‘বর্তমানে দেশে গুম হয়ে যাওয়ার পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু বিচারহীনতার সংস্কৃতি রয়েছে। যে কারণে এর সঙ্গে জড়িতরা পার পেয়ে যাচ্ছে। আর বিচারহীনতা মানেই দায়বদ্ধতা বা জবাবদিহিতার অভাব। এটা সত্যি, বাতাসে ভয়ের আবহওয়া তৈরি হয়েছে। এটা খুবই দুঃখজনক।’
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকালে বাংলা ট্রিবিউন আয়োজিত ‘গুম’ শীর্ষক বৈঠকিতে সাবেক আইজিপি এসব কথা বলেন।
গুম হওয়ার ঘটনায় প্রশাসন বা পুলিশের দায় নিয়ে সাবেক আইজি বলেন, ‘পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে কাজ করে, সেটাই তাদের করার কথা। কিন্তু তারা প্রজাতন্ত্রের হয়ে কাজ করছে নাকি অন্য কারও হয়ে কাজ করছে, তা খতিয়ে দেখতে হবে। এ নিয়ে দৃষ্টিভঙ্গির তফাৎ থাকতে পারে। গুম হওয়াদের মধ্যে তিনটি দল তৈরি হয়েছে— কেউ ফিরছে, কেউ ফিরছে না, বাকিরা ফিরলেও কথা বলছে না। এখন ফিরে আসা কেউ কেউ কথা বলতে শুরু করেছেন। অনিরুদ্ধ নামের নিখোঁজ এক ব্যবসায়ী ফিরে আসার তিন দিনের মাথায় লিখিত বক্তব্য দিয়েছেন। এটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। কারণ, এর মাধ্যমে কথা বলে আলোচনার পথ দেখিয়েছেন তিনি। কিন্তু নীতিনির্ধারকরা এ বিষয়ে আলোচনা করবেন কিনা, সেটা তারাই ভালো বলতে পারবেন। একসময় তো প্রতিবাদ হতো না, এখন প্রতিবাদ হয়। তিনি ফিরে এসে কথা বলে প্রতিবাদেরও সুযোগ করে দিয়েছেন।’
বৈঠকিতে সাবেক আইজি আরও বলেন, ‘ভয়ের আবহাওয়া থেকে রেহাই পেতে প্রতিবাদ করতে হবে। তা না করতে পারলে আমাদের যতটুকু সাহস ছিল, তাও হারিয়ে যাবে। এসব নিয়ে সংসদেও আলোচনা হচ্ছে না। নীতিনির্ধারকরা এই পরিস্থিতি থেকে রেহাই দিতে এগিয়ে না এলে তারাও কিন্তু তাদের অনুসারীদের কাছ থেকে নিজেদের চাওয়া অনুযায়ী আচরণ পাবেন না। ফলে গুম হয়ে যাওয়ার এই পরিবেশ দূর করতে না পারলে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।’
মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নেন মানবাধিকারকর্মী ও নিরাপত্তা বিশ্লেষক নূর খান, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, রাজনৈতিককর্মী ফিরোজ আহমেদ, বেসরকারি টিভি চ্যানেলে ডিবিসি’র সম্পাদক জায়েদুল আহসান পিন্টু ও বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ।
রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে বৈঠকিটি সরাসরি সম্প্রচার করে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজ ও ওয়েবসাইটেও লাইভ দেখানো হয় বৈঠকি।
আরও পড়ুন-
‘গুম’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকি শুরু
‘রাজনৈতিকভাবে দ্বিমত পোষণকারী লোকই গুম হয়’
যারা গুম করে তারা খুবই প্রশিক্ষিত: হারুন উর রশীদ

/আরএআর/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অর্থনীতি সমিতির সম্মেলন কাল, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
অর্থনীতি সমিতির সম্মেলন কাল, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
সুদহার ১৪ শতাংশের বেশি হবে না, হস্তক্ষেপ করবে বাংলাদেশ ব্যাংক
সুদহার ১৪ শতাংশের বেশি হবে না, হস্তক্ষেপ করবে বাংলাদেশ ব্যাংক
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত করা হয়
সীমান্তে চাপ বাড়াচ্ছে রাশিয়া, খারকিভ সফরে জেলেনস্কি
সীমান্তে চাপ বাড়াচ্ছে রাশিয়া, খারকিভ সফরে জেলেনস্কি
সর্বাধিক পঠিত
শিক্ষার্থী ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ
শিক্ষার্থী ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
সৌরবিদ্যুতের দাম নিয়ন্ত্রণের চেষ্টায় সরকার
সৌরবিদ্যুতের দাম নিয়ন্ত্রণের চেষ্টায় সরকার
রাজশাহীতে গুটি আম পাড়া শুরু, কেজি ৪০ টাকা
রাজশাহীতে গুটি আম পাড়া শুরু, কেজি ৪০ টাকা
তালের শাঁস খেলে মিলবে এই ১০ উপকারিতা
তালের শাঁস খেলে মিলবে এই ১০ উপকারিতা