X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

জবি শিক্ষক সমিতির নির্বাচন কাল

জবি প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৭, ২২:১৬আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ২২:২৩

জবি শিক্ষক সমিতির নির্বাচন কাল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন-২০১৮ আগামীকাল বুধবার (১৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল থেকে দু'টি প্যানেল অংশ নিলেও নির্বাচন বয়কটের কথা জানিয়েছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, শিক্ষক সমিতির বর্তমান সভাপতি প্রিয়ব্রত পাল ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল বাকীর মেয়াদ শেষ হয়েছে মঙ্গলবার (১২ ডিসেম্বর)। বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে ভোটগ্রহণ হবে। এর মাধ্যমে নির্বাচিত হবে ১৮ সদস্যের কার্যকরি পরিষদ। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে  কমিশন ভোটকেন্দ্রে সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করেছে।

জানা যায়, গত কয়েকবারের মতো এবারও শিক্ষক সমিতির নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। এই নির্বাচনকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে তারা তা বয়কট করার ঘোষণা দিয়েছে। তাই এবারও নীল দল থেকেই দুইটি পক্ষ দুই প্যানেলে নির্বাচনে অংশ নিচ্ছে। তবে এবার এ দুই প্যানেলে প্রকাশ্যে বিভক্তি লক্ষ্য করা গেছে। ফলে বরাবর এটি শুধুই আনুষ্ঠানিকতা বলে চালিয়ে দিলেও এবার তা বলতে পারছেনা ক্ষমতাশীল দলের শিক্ষকদের সংগঠনটি।

শিক্ষক সমিতির এবারের নির্বাচনে নীল দলের দুইটি প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন, ড. এ.কে.এম মনিরুজ্জামান ও ড. মো. রেজাউল করিম এবং ড. দীপিকা রানী সরকার ও ড. মো. আব্দুল্লাহ আল বাকী। মনিরুজ্জামান-রেজাউল প্যানেলের অন্যরা হলেন, সহ-সভাপতি প্রার্থী ড. মো. সৈয়দ আলম, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ শফিকুল ইসলাম, যুগ্ন-সাধারণ সম্পাদক প্রার্থী ড. মো. হাফিজুল ইসলাম। এছাড়া সদস্য  পদে প্রার্থী হয়েছেন, ড. মো. জাকির হোসেন, ড. মো. কাজী সাইফুদ্দিন, ড. মো. সিদ্দিকুর রহমান, ড. লীমা হক, ড. মো. আব্দুল আদীন, মো. ছগীর হোসেন খন্দকার, ড. মো. মনিরুজ্জামান, দ্বীন ইসলাম, ড. মো. কাজী মিজান রহমান ও নিউটন হাওলাদার।

অন্যদিকে দীপিকা-বাকী প্যানেলে রয়েছেন, সহ-সভাপতি প্রার্থী জুনায়েদ আহমেদ হাশিম, কোষাধ্যক্ষ পদে ড. মো. আব্দুল মাহফুজ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ড. আব্দুল সামাদ। এছাড়া সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, অধ্যাপক ড. মো. আতিউর রহমান, অধ্যাপক ড. হোসনে আরা বেগম, অধ্যাপক ড. শামীমা বেগম, বিভাস কুমার দাস, মো. মোফাজ্জল হোসেন, শিল্পী রানী সাহা, মো. আসাদুজ্জামান, মো. রেজাউল করিম, বিদ্যুৎ কুমার বালা ও মো. ইমরান হোসেন।

নির্বাচনের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি নিয়ে শিক্ষক সমিতির সভাপতি ড. প্রিয়ব্রত পাল বাংলা ট্রিবিউনকে বলেন, 'আমরা নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়ে রেখেছি। আমাদের দিক থেকে সব প্রস্তুত। আশা করি, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই প্রার্থীরা নির্বাচিত হবে।’

সভাপতি প্রার্থী এ.কে.এম. মনিরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বর্তমান শিক্ষক সমিতি আমাদের শিক্ষকদের সব যৌক্তিক দাবি পূরণে ব্যর্থ হয়েছে। আমরা নির্বাচিত হলে শিক্ষকদের সব যৌক্তিক দাবি পূরণে বড় ভূমিকা পালন করব। এ উপলক্ষে আমরা ১৪টি নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছি। আশা করি, শিক্ষকরা আমাদের প্যানেলকে তাদের পক্ষে কাজ করার সুযোগ দিবেন।’

অন্যদিকে সাদা দলের সভাপতি অধ্যাপক ড. মোশারফ হোসেনের কাছে নির্বাচন বয়কট করার কারণ জানতে চাইলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, 'আমাদের নির্বাচন বয়কট করার কারণটি স্পষ্ট। আর তা হলো একতরফা নির্বাচন। এখানে আমাদের সেরকমভাবে প্রতিযোগিতার জন্য সুযোগ দেওয়া হয় না। তাই আমরা এই নির্বাচনে আসবো না। নির্বাচন যদি গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী হতো, তাহলে আমরা অবশ্যই অংশগ্রহণ করতাম।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের শান্তি আলোচনায় আমন্ত্রণ পায়নি রাশিয়া: সুইজারল্যান্ড
ইউক্রেনের শান্তি আলোচনায় আমন্ত্রণ পায়নি রাশিয়া: সুইজারল্যান্ড
দাতা সংস্থাগুলো বাংলাদেশকে ঋণের শর্তে আটকে ফেলেছে: ক্যাব
দাতা সংস্থাগুলো বাংলাদেশকে ঋণের শর্তে আটকে ফেলেছে: ক্যাব
বৃষ্টিতে লবণ তুলতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারালেন দুই শ্রমিক
বৃষ্টিতে লবণ তুলতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারালেন দুই শ্রমিক
‘যুক্তরাষ্ট্রে ৯০০ শিক্ষার্থী গ্রেফতারের ঘটনা বিএনপির অত্যাচারের কথা মনে করিয়ে দেয়’
‘যুক্তরাষ্ট্রে ৯০০ শিক্ষার্থী গ্রেফতারের ঘটনা বিএনপির অত্যাচারের কথা মনে করিয়ে দেয়’
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ