X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

চাকরি দেওয়ার নামে প্রতারণা, পিএসসির সাবেক কর্মচারীসহ আটক ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৭, ২২:৪৪আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ২২:৫৩

আটক তিন জন

চাকরি দেওয়ার নামে রাজধানীতে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসা একটি চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব। আটক তিন জনের মধ্যে মো. সুলতান মাহমুদ (৪৫) নামে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক এক কর্মচারী রয়েছেন। শনিবার (৩০ ডিসেম্বর) র‌্যাব-৩ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মো. সুলতান মাহমুদ ছাড়া আটক বাকি দুই জন হলেন– মো. মাহমুদুল হাসান (৩২) ও সইফুর আলম (৩৯)। ২০১০ সালে সুলতান মাহমুদ দুর্নীতির অভিযোগে চাকরি হারান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (২৯ ডিসেম্বর) রাজধানীর কাওরান বাজারের জনতা টাওয়ারের ৫ম তলা থেকে মো. মাহমুদুল হাসান এবং পরবর্তী সময়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাইফুর আলম ও মো. সুলতান মাহমুদকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের ৫৫টি চেক, ৫টি চাকরির নিয়োগপত্র, দুইশ’ পাতা জীবনবৃত্তান্ত (বায়োডাটা) এবং ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ব্যাপারে র‌্যাব-৩ এর অপারেশন অফিসার আবদুল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চক্রটি নিয়োগ পরীক্ষার আগে প্রশ্নপত্র দেওয়ার মাধ্যমে চাকরির শতভাগ নিশ্চয়তা দিয়ে বেকারদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতো। এ চক্রের মূল হোতা সুলতান মাহমুদ। সে পিএসসির এক সদস্যের পারসোনাল অ্যাসিস্ট্যান্ট (পিএ) ছিল। সুলতান মাহমুদ মূলত এই চক্র গড়ে তোলে। অন্যরা তাকে সহযোগিতা করত।’

মো. মোস্তাফিজুর রহমান নামের একজন ভুক্তভোগীর প্রতারিত হওয়ার ঘটনা বর্ণনা দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ আগস্ট মাহমুদুল হাসানের সঙ্গে পরিচয় হয় চাকরি প্রার্থী মো. মোস্তাফিজুর রহমানের। ওই দিন মোস্তাফিজুরকে মার্কেন্টাইল ব্যাংকে অফিসার পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখায় মাহমুদুল হাসান। তবে তার জন্য ২ লাখ টাকা দিতে হবে বলে সে মোস্তাফিজুরকে শর্ত দেয়। পরবর্তী সময়ে মোস্তাফিজ মাহমুদুল হাসানকে ২ লাখ টাকা দেন। কিন্তু চাকরি না হওয়ায় মোস্তাফিজুর রহমান মাহমুদুল হাসানের কাছে টাকা ফেরত চান। মাহমুদুল হাসান টালবাহানা শুরু করে। টাকার জন্য চাপ দিলে মাহমুদুল হাসান কিছু দিন আগে মোস্তাফিজকে প্রাইম ব্যাংকের একলাখ টাকার একটি চেক দেয়। সর্বশেষ ২৮ ডিসেম্বর মোস্তাফিজকে বাকি টাকা দেওয়ার কথা ছিল মাহমুদুল হাসানের। কথামতো মোস্তাফিজুর রহমান ওই দিন বিকাল ৪টায় কাওরান বাজারের জনতা টাওয়ারের ৫ম তলায় আসেন। তখন মাহমুদুল হাসান ও তার সহযোগীরা বিসিএস পরীক্ষার্থী মোস্তাফিজুর রহমানকে চার লাখ টাকা দিলে পরীক্ষার আগে ৩৮তম বিসিএসের প্রশ্ন সরবরাহের প্রলোভন দেখায়। মোস্তাফিজ এ তথ্য র‌্যাবকে জানান। অভিযোগের সত্যতা পেয়ে অভিযান চালিয়ে র‌্যাব ওই তিন জনকে আটক করে।

 

/আরজে/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?