X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

সৌদি আরবে দুর্ঘটনা: দু’দিনেও হতাহতদের পরিচয় জানাতে পারেনি দূতাবাস

অহিদুল ইসলাম, সৌদি আরব
০৮ জানুয়ারি ২০১৮, ২৩:১৪আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ১৭:৩০

ইয়েমেন সীমান্তবর্তী সৌদি আরবের জিজান প্রদেশের চিহ্নিত এলাকাটিতে ঘটে সড়ক দুর্ঘটনা। এতে ৭ বাংলাদেশি শ্রমিক নিহত হন।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনার দুই দিন পরেও নিহত বাংলাদেশিদের পরিচয় নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ দূতাবাস। তবে ঘটনাস্থলে দূতাবাসের দুই প্রতিনিধি পৌঁছেছেন। তারা নিশ্চিত করেছেন দুর্ঘটনায় ৭ জন বাংলাদেশি নিহত হয়েছেন এবং আরও ১৫ জন দুটো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার বাংলাদেশ সময় রাত আটটার দিকে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ। তবে রাতে জেদ্দা কনস্যুলেট থেকে নিহত ও আহতদের নাম জানানোর কথা বলেছেন তিনি।

দেশটির জিজান প্রদেশের প্রত্যন্ত অঞ্চল সামটাহতে শনিবার (৬ জানুয়ারি) সকালে ওই দুর্ঘটনা ঘটে। ট্রাকে করে ২২ জন প্রবাসী বাংলাদেশি কাজে যাওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে। তবে এলাকাটি দুর্গম হওয়ায় দুইদিনেও হতাহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ দূতাবাস। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রেসউইং-এর দ্বিতীয়  সচিব  মো. ফখরুল ইসলাম জানিয়েছেন, সার্বিক পরিস্থিতির তথ্য সংগ্রহে তারা তৎপর রয়েছেন তবে জিজান অঞ্চলটি জেদ্দা কনস্যুলেট থেকে ৮০০ কি.মি.দূরে ও দুর্গম হওয়ায় এবং সাগরের ওপারে ইয়েমেন সীমান্ত হওয়ায় নানা নিয়মের কারণে সেখানে দ্রুত যোগাযোগ সম্ভব হচ্ছে না।

তবে সেখানে যাওয়া দূতাবাসের কর্মকর্তাদের বরাত দিয়ে রাষ্ট্রদূত গোলাম মসিহ জানিয়েছেন, আহতরা সামটাহ সরকারি হাসপাতাল ও আরেকটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। নিহতদের স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত ও নিহতদের সব তথ্য সংগ্রহ করছে দূতাবাসের কর্মকর্তারা। সোমবার রাতেই তাদের বিষয়ে জানাবে জেদ্দা কনস্যুলেট।

জানা গেছে, জেদ্দা কনস্যুলেটের শ্রমউইং-এর কর্মকর্তা মো. সালাহউদ্দিন এবং অন্য এক কর্মকর্তা দুর্ঘটনাকবলিত স্থানে রয়েছেন।

দূতাবাস সূত্র জানায়, আল-ফালাহ নামের একটি কোম্পানির পরিচ্ছন্নতা কর্মী হিসেবে নিয়োজিত ছিলেন হতাহতরা। শনিবার সকালে ট্রাকে করে কাজে যাওয়ার পথে পেছন থেকে এক সৌদি নাগরিকের গাড়ি তাদের গাড়িকে ধাক্কা দেয়। এর ফলে দুর্ঘটনা কবলিত হন তারা।  

/টিএন/
সম্পর্কিত
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
কানাডায় দ্বিতীয়বার ‘ডিরেক্টরস ক্লাব অ্যাওয়ার্ড’ পেলেন মাহবুব ওসমানী
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ম্যানিলায় শিশু-কিশোরদের মিলনমেলা 
সর্বশেষ খবর
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘শেখ হাসিনা কেবল দেশের উন্নয়ন করেননি, জাতিকে কলঙ্কমুক্তও করেছেন’
‘শেখ হাসিনা কেবল দেশের উন্নয়ন করেননি, জাতিকে কলঙ্কমুক্তও করেছেন’
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত বেড়ে প্রায় সাড়ে ৩৪ হাজার
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত বেড়ে প্রায় সাড়ে ৩৪ হাজার
যাত্রাবাড়ীতে চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১৫
যাত্রাবাড়ীতে চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১৫
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে