X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ঢাবি-ঢামেকের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৪

ঢাবি প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৮, ০২:১৫আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ১০:৩৯

ঢাবি ও ঢামেকের দুটি হলের শিক্ষার্থীরা মঙ্গলবার রাতে সংঘর্ষে জড়ান ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) দুটি আবাসিক হলের শিক্ষার্থীদের সংঘর্ষে ঢাবির চার শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে বকশীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াহ্হাব বিন রিয়াজ, এস এম হেলাল বাধন, মাইনুল হোসেন ও আবদুল কাহ্হার ফাহিম। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই স্যার সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢামেক সংলগ্ন পেনাং রেস্টুরেন্টে বসা নিয়ে কথা কাটাকাটির জের ধরে সলিমুল্লাহ হলের কয়েক শিক্ষার্থীকে ঢাকা মেডিক্যাল কলেজের ফজলে রাব্বি হলের শিক্ষার্থীরা মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে ঢাবির বিভিন্ন হল থেকে ছাত্ররা গিয়ে ফজলে রাব্বি হলের সামনে গেলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় তারা পরস্পরকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে। পরে পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

ঢাবির আহত শিক্ষার্থী ওয়াহ্হাব বিন রিয়াজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা দুই বন্ধু পেনাং রেস্টুরেন্টে গিয়ে দেখি, দুটি সিট খালি আছে। তখন আমরা সেখানে বসে যাই। তারপর দু্ই তরুণী এসে আমাদের এই সিটে বসার কারণ জিজ্ঞেস করেন। এর কিছুক্ষণ পর তারা কয়েকজন ছেলেকে ফিরে আসেন। ওই ছেলেরা আমাদের টেনে-হিঁচড়ে রেস্টুরেন্টের বাইরে নিয়ে যায়। মারধর করে তারা আমাদের তাদের হলের ভেতরে (ফজলে রাব্বী হল) নিয়ে যায়। এক পর্যায়ে আমরা পালিয়ে রক্ষা পাই।’

ঘটনাটি সম্পর্কে ঢাকা মেডিক্যাল কলেজের ফজলে রাব্বি হলের শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

বিষয়টি সম্পর্কে সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল হক জোয়ার্দার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনা শুনেই আমরা সেখানে গিয়ে শিক্ষার্থীদের হলে ফিরিয়ে নিয়ে এসেছি। পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।’

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। বিষয়টি নিয়ে আমরা পরে ঢাকা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসব।’

/এসআইআর/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কম্বোডিয়ায় অস্ত্রাগার বিস্ফোরণে নিহত ২০
কম্বোডিয়ায় অস্ত্রাগার বিস্ফোরণে নিহত ২০
জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
খুদে ক্রিকেটারদের ৬০ হাজার টাকার শিক্ষাবৃত্তি দিলো প্রাইম ব্যাংক
খুদে ক্রিকেটারদের ৬০ হাজার টাকার শিক্ষাবৃত্তি দিলো প্রাইম ব্যাংক
মে থেকে  বাংলাদেশে ফ্লাইট শুরু করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স
মে থেকে বাংলাদেশে ফ্লাইট শুরু করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু