X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

নাখালপাড়ায় নিহত অন্য দুই ‘জঙ্গি’র পরিচয় জানতে চায় র‌্যাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৮, ১৯:২১আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ২০:৩২

দুই সন্দেহভাজন জঙ্গি। র‌্যাবের ধারণা নাখালপাড়ার আস্তানায় এরা দু’জন নিহত হয়েছেন। তাদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

নাখালপাড়ার জঙ্গি আস্তানায় নিহত আরও দুই ‘জঙ্গি’র ছবি প্রকাশ করে তাদের পরিচয় জানতে চেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এর আগে নিহত অপর জঙ্গির পরিচয় প্রকাশ করেছিল র‌্যাব। তার নাম মেজবাহ উদ্দিন। গত ১২ জানুয়ারি (শুক্রবার) নাখালপাড়ার রুবি ভিলা নামের ছয় তলা ভবনের পঞ্চম তলায় ‘জঙ্গি আস্তানায়’ অভিযান চালিয়েছিল র‌্যাব। ওই অভিযানে মেজবাহ উদ্দিনসহ তিন জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাবের মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে বলেন, আগে মেজবাহ উদ্দিন নামের একজনের পরিচয় জানা গিয়েছিল। কিন্তু, অপর দু’জন অজ্ঞাত থেকে যায়। মেজবাহ উদ্দিনের প্রোফাইলের সূত্র ধরেই অজ্ঞাত দু’জনের ছবি পাওয়া গেছে। নিহতদের সঙ্গে ছবি মিলিয়ে দেখা হয়েছে। তাদের আনুমানিক বয়স ২০ বছর। তাদের ছবি প্রকাশ করার কারণ হিসেবে তিনি বলেন, এসব জঙ্গির ছবি দেখে যদি কেউ র‌্যাবকে তথ্য দেয় তাহলে তদন্তে সুবিধা হবে।
গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে পশ্চিম নাখালপাড়ার রুবি ভিলায় জঙ্গিদের সঙ্গে র‌্যাব সদস্যদের গুলি বিনিময় হয়। পরদিন শুক্রবার সকালে অভিযান শেষে তিনজনের লাশ উদ্ধার করা হয়। তাদের একজন হচ্ছে মেজবাহ উদ্দিন। তার বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জে। তার বাবার নাম এনামুল হক ও মায়ের নাম তাহমিনা আক্তার। পরিচয় জানার পর মেজবাহ উদ্দিনের বাবা-মাকে ঢাকায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

/আরজে/ জেইউ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী