X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

জবি থেকে বহিষ্কৃত ছাত্র পূজা কমিটির সাধারণ সম্পাদক!

জবি প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৮, ১৯:০৮আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ১৯:০৮

বহিষ্কৃত ছাত্র সুজন দাস অর্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন থেকে বহিষ্কৃত এবং জবি শাখা ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কৃত ছাত্র সুজন দাস অর্ককে জবি কেন্দ্রীয় পূজা কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পূজা কমিটিতে থাকা কয়েকজন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জবির ফিন্যান্স বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী সুজন দাস অর্ককে জবি টিএসসির দোকান থেকে চাঁদা আদায় এবং টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষের ঘটনায় ২০১৭ সালের ২৯ অক্টোবর ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। এছাড়াও একই বছরের ১৪ নভেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন জবি টিএসসিতে মহিউদ্দীন নামের এক ব্যবসায়ীর কাছে চাঁদা চাওয়া, মারধর, পরে শিক্ষক লাউঞ্জের দরজা ক্ষতিগ্রস্ত করা এবং দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পাঁচ শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় চার শিক্ষার্থীকে জবি থেকে সাময়িক বহিষ্কার করা হয়। এই চারজনের মধ্যে অর্কের নামও রয়েছে।

এ ব্যাপারে জবির ‘ছাত্র-ছাত্রী সমন্বয়ে গঠিত পূজা কমিটির সভাপতি ঋতিক রায় বাংলা ট্রিবিউনকে বলেন, অর্ককে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। পরে তা তুলেও নেওয়া হয়েছে। এসময় ছাত্রলীগ থেকে বহিষ্কার করার বিষয়টি জানতে চাওয়া হলে তিনি বলেন,‘পূজা কমিটির সঙ্গে ছাত্রলীগের কোনও সম্পর্ক নেই।’

বহিষ্কারের বিষয়টি স্বীকার করে সুজন দাস অর্ক বাংলা ট্রিবিউনকে বলেন,‘বহিষ্কারাদেশ উঠিয়ে নেওয়া হয়েছে।’

জবির কেন্দ্রীয় পূজা কমিটির সাধারণ সম্পাদক ড.অরুণ কুমার গোস্বামী বাংলা ট্রিবিউনকে বলেন,‘আমার কাছে কিছু শিক্ষার্থী এসে এ রকম একটি কমিটি থাকার কথা বলে এবং আমাকে স্বাক্ষর করতে বললে আমি তাতে স্বাক্ষর করি। এতে কার নাম ছিল তা আমার জানা নেই।’

বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর ড.মোস্তফা কামাল বাংলা ট্রিবিউনকে বলেন,‘বিশ্ববিদ্যালয় থেকে তার বহিষ্কারাদেশ এখনও উঠানো হয়নি।’

বহিষ্কৃত ছাত্র কী বিশ্ববিদ্যালয়ের কোনও উদযাপন কমিটিতে থাকতে পারবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বহিষ্কৃত কোনও ছাত্রই বিশ্ববিদ্যালয়ের কোনও উদযাপন কমিটিতে থাকতে পারবে না।’

সহকারী প্রক্টর ড.মোস্তফা কামাল আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে যে পূজা কমিটি করা হয়েছে, সেখানে কে সভাপতি আর কে সাধারণ সম্পাদক সেটা আমি এখনও জানি না। তবে সে যদি বহিষ্কৃত হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

 

/এমডিপি/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ও প্রচারণা
প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ও প্রচারণা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা