X
সোমবার, ২৬ মে ২০২৫
১২ জ্যৈষ্ঠ ১৪৩২

অস্ত্রোপচারের পর রোগীর পেটে দেড় কেজি ওজনের টিউমার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৪৯আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৫১

হাসপাতালের বিছানায় হাসনা রাজধানীর ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত নভেম্বরে হাসনার (৫৫) পেট থেকে টিউমার অপসারণ করেন সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়া। ওই অস্ত্রোপচারের কয়েকদিন পর রোগীর পেটে পুনরায় ব্যথা শুরু হয়। হাসপাতালে নিয়ে পরীক্ষা করে দেখা যায়, তার পেটে দেড় কেজি ওজনের টিউমার রয়ে গেছে। এ ঘটনায় রোগীর স্বজনেরা চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলাসহ খারাপ আচরণের অভিযোগ করেছেন। তবে চিকিৎসক বলছেন, অবহেলা করা হয়নি। রোগীর ক্যানসার হয়েছে।

রোগীর স্বজন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মিতু আকতার গত রবিবার (৪ ফেব্রুয়ারি) জানান, চিকিৎসক অপারেশন শেষে বলেন যে পেটে টিউমার নেই। কেমোথেরাপি দিলে রোগী ঠিক হয়ে যাবেন।কিন্তু দশ দিন পর পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। পরে ওই চিকিৎসকের কাছে গেলে তিনি রোগীর মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করেন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) পুনরায় অপারেশন করা হবে জানিয়ে রোগীর এই স্বজন বলেন, ‘রবিবার  হাসপাতালে রোগীকে ভর্তি করা হয়েছে। প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষ ভর্তি নিতে চায়নি। পরে কাউন্সিলরের হস্তক্ষেপে ভর্তি হয়েছে। তবে তারা বলেছে, ‘রোগী মারাও যেতে পারে। তার দায় আমরা নেবো না।’

মিতু জানান, হাসনার পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ। তার এক ছেলে প্রতিবন্ধী। দুই মেয়ের একজন গার্মেন্ট কারখানায় চাকরি করে। অন্যজন বেকার। তাদের নিজেদের বাড়িটি বিক্রি করে তারা মায়ের প্রথম অপারেশন করায়। এখন তারা নিঃস্ব।

হাসনার চিকিৎসক ডা. জাহাঙ্গীর আলম ভূঁইয়ার সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এই রোগীর ক্যানসার হয়েছে। আগে অপারেশন করে তার টিউমার বের করা হয়েছে। আবার অপারেশন করে যতটুকু বের করা যায় তা করবো।’

প্রথম অপারেশন সম্পর্কে তিনি বলেন, ‘তখন অপারেশন করে রোগীর টিউমার বের করা হয়েছে। এখন এটা নতুন করে হয়েছে।’

 

/টিওয়াই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজও সচিবালয়ে সমাবেশ করবেন কর্মচারীরা
আজও সচিবালয়ে সমাবেশ করবেন কর্মচারীরা
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আ.লীগ নেতা, এসিল্যান্ডের দুঃখ প্রকাশ
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আ.লীগ নেতা, এসিল্যান্ডের দুঃখ প্রকাশ
যুবলীগ নেতা ডাবলু রিমান্ডে
যুবলীগ নেতা ডাবলু রিমান্ডে
‘শিল্প রক্ষায় ব্যর্থ হলে দুর্ভিক্ষ অনিবার্য’
‘শিল্প রক্ষায় ব্যর্থ হলে দুর্ভিক্ষ অনিবার্য’
সর্বাধিক পঠিত
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন: যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন: যুক্তরাষ্ট্র
সরকারি চাকরি অধ্যাদেশ জারি
সরকারি চাকরি অধ্যাদেশ জারি
বিক্ষোভে উত্তাল সচিবালয়
বিক্ষোভে উত্তাল সচিবালয়