X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বিএনপির নির্বাচনে যাওয়া নাও হতে পারে: ইনাম আহমদ চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩৯আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৫৭

বিএনপি ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী

নেতাকর্মীদের যেভাবে গ্রেফতার করা হচ্ছে তাতে বিএনপির নির্বাচনে যাওয়া সম্ভব নাও হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী। তিনি বলেন, ‘গত কয়েকদিনে কয়েক হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে। বিএনপি নেতাকর্মীদের যেভাবে গ্রেফতার করা হচ্ছে তাতে বিএনপির নির্বাচনে যাওয়া হয়তো সম্ভব নাও হতে পারে। তবে বোঝাই যাচ্ছে আন্দোলনে জনগণ স্বতস্ফূর্তভাবে এগিয়ে আসছে। এরা তো সবাই বিএনপির কর্মী নন। তারা বিএনপিকে পছন্দ করেন। তারা চান বিএনপিকে ভোট দিতে।’

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন আয়োজিত ‘বিএনপি এখন কোন পথে?’ শীর্ষক বৈঠকিতে এসব কথা বলেছেন ইনাম আহমদ চৌধুরী।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী তিন দিনসহ বেশ কয়েকদিনের কয়েকটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচিও পালন করা হবে তবে শান্তিপূর্ণভাবেই। আর এই আন্দোলনটি সফলও হচ্ছে। কারণ, গণজাগরণ সৃষ্টি হয়েছে। প্রতিনিয়ত মানুষ এই আন্দোলনের সঙ্গে রয়েছে।’

বিএনপি ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী আরও বলেন, ‘এই আন্দোলনটিই শান্তিপূর্ণ। ফলে বলে দেওয়া যায়, এই আন্দোলনটিকে সহিংস রূপ দেওয়ার কোনও লক্ষণ নেই। এটা সত্যিকার অর্থেই শান্তিপূর্ণ। বিএনপির নেতাকর্মীদের ওপরে নির্দেশনা রয়েছে, কোনওভাবেই উত্তেজিত হয়ে আন্দোলন করা যাবে না। এ কারণেই যতগুলো কর্মসূচি ঘোষণা করা হয়েছে তার সবগুলোই শান্তিপূর্ণভাবে পালন করা হয়েছে।’

দেশের বিরোধী দলের ব্যাপারে তিনি বলেন, ‘বর্তমানে যারা বিরোধী দলে রয়েছেন, তারা জনগণকে শ্রদ্ধা করেন না। তাদের বিরোধী দল বলা যায় না।’

বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার সালমান তারেক শাকিলের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন ইনাম আহমদ চৌধুরী।

মাহমুদুল হকের সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নিচ্ছেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল,সাপ্তাহিক সম্পাদক গোলাম মোর্তোজা ও বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ। বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। 

 

 

/আরএআর/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ও প্রচারণা
প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ও প্রচারণা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা