X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

এসএসসি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ৫ জন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০০আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০৩

প্রশ্নপত্র ফাঁস

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে রাজধানীর উত্তরখানের ক্যামব্রিজ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। অভিযুক্ত আসামিরা হলেন, উত্তরখানের ক্যামব্রিজ হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তানভীর হোসেন, হাসানুর রহমান ওরফে রকি ভাই, মো. সজীব মিয়া, মো. এনামুল হক ও মো. ইব্রাহিম।

মঙ্গলবার দুপুরে উত্তরখান থানার তদন্ত কর্মকর্তা (এসআই) সাইফুর রহমান আসামিদের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে প্রত্যেকের ৫ দিন করে রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করেন।

আদালতের উত্তরখান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মনিরুজ্জামান এই তথ্য জানান।

এদিকে,আদালতে আসামিপক্ষের আইনজীবী মিজান মোল্লা ও মোহাম্মদ ইয়ার খান আসামিদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। আদালত উভয়পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

অভিযোগপত্র অনুযায়ী, আসামিদের প্রশ্নপত্র সরবরাহের ক্ষেত্রে উত্তরখানের ক্যামব্রিজ হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তানভীর হোসেনের বেশ খ্যাতি আছে। গত ৪ বছর ধরে এই শিক্ষক প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত। গ্রেফতার হাসানুর রহমান (ওরফে রকি ভাই) পরীক্ষার শুরু হওয়ার দুই মাস আগে থেকেই ফেসবুক, হোয়াটস অ্যাপ, ইমো’তে বিভিন্ন ইলেক্ট্রনিক মানি ট্রান্সফার নম্বর আইডি দিয়ে প্রচারণা করতে শুরু করে। প্রচারণায় উল্লেখ থাকে যে যারা প্রশ্ন পেতে চায় তারা ২ হাজার টাকার বিনিময়ে তার গ্রুপের সদস্য হতে পারে। পরীক্ষার দিন ভোরে হাসানুর রহমান ফাঁস হওয়া প্রশ্ন এসব শিক্ষকদের দিতো এবং শিক্ষকরা খুব কম সময়ের মধ্যে প্রশ্নপত্র সমাধান করে হাতে লেখা উত্তরপত্র সরবরাহ করত।

গ্রেফতারের সময় আসামিদের কাছ থেকে ৮টি মোবাইল সেট ও ১টি ট্যাব উদ্ধার করা হয়। ট্যাবে ইলেক্ট্রনিক ডিভাইসের ভেতরে এসএসসি পরীক্ষার বিভিন্ন প্রশ্নপত্র পাওয়া যায়।

/টিএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
তীব্র তাপদাহে মেয়েদের স্বস্তির সংবাদ দিলেন সালাউদ্দিন
তীব্র তাপদাহে মেয়েদের স্বস্তির সংবাদ দিলেন সালাউদ্দিন
বেসিস নির্বাচন: দেশের সফটওয়্যার খাতকে স্বয়ংসম্পূর্ণ করতে চান ইকবাল আহমেদ
বেসিস নির্বাচন: দেশের সফটওয়্যার খাতকে স্বয়ংসম্পূর্ণ করতে চান ইকবাল আহমেদ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই