X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

জাকারিয়া স্বপন ছিলেন নিবেদিতপ্রাণ চিকিৎসক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০১৮, ০৪:০৭আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ০৮:৫১

ডা. জাকারিয়া স্বপনের স্মরণে প্রার্থনা সভা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সদ্যপ্রয়াত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া স্বপন ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের জন্য নিবেদিত প্রাণ ছিলেন বলে মন্তব্য করেছেন বিএসএমএমইউয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে জাকারিয়া স্বপনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত প্রার্থনা সভায় ডা. শহীদুল্লাহ সিকদার এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘ডা. জাকারিয়া ছিলেন বাঙালি চেতনায় উজ্জীবিত উদার মানবিক গুণসম্পন্ন মানুষ। তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আমৃত্যু লড়াই করে গেছেন। চিকিৎসক হিসেবেও তিনি ছিলেন অত্যন্ত নিবেদিতপ্রাণ।’
অনুষ্ঠানে বিএসএমএমইউয়ের সদ্যপ্রয়াত উপ-উপাচার্য (শিক্ষা) ডা. জাকারিয়ার আত্মার শান্তি কামনা করা হয়। এসময় তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
প্রার্থনা সভায় অন্য বক্তারা বলেন, ডা. জাকারিয়া ছিলেন একজন আন্তরিক চিকিৎসক। তিনি নিজে দীর্ঘদিন অসুস্থ থাকলেও রোগীদের আন্তরিকতার সঙ্গে সেবা দিয়েছেন। তিনি ছিলেন বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী, আদর্শে ছিলেন অবিচল, স্বাধীনচেতা মানুষ। ডা. জাকারিয়া মানুষকে যেমন ভালোবাসতেন, তেমনি মানুষের মাঝেই তিনি বেঁচে থাকবেন।
প্রার্থনা সভার আগে অধ্যাপক ডা. জাকারিয়া স্বপনের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ডা. মো. শহীদুল্লাহ সিকদার, বিএসএমএমইউয়ের মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, অ্যানেসথেশিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবব্রত বণিক, পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-পুলিশ কমিশনার প্রলয় জোয়ারদার প্রমুখ। এসময় ডা. জাকারিয়ার সহধর্মিনী শামীম আরা বেগম ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া স্বপন গত ১৪ ফেব্রুয়ারি বিএসএমএমইউয়ের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

/টিওয়াই/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
বাংলাদেশে সামাজিক বিমা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
বাংলাদেশে সামাজিক বিমা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড