X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

মহাখালীতে ঠিকাদার হত্যা ‘পরিকল্পিত’

রাফসান জানি
২৬ ফেব্রুয়ারি ২০১৮, ০২:০৭আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:২৮

নাসির কাজী

রাজধানীর মহাখালীর দক্ষিণপাড়ায় ঠিকাদার নাসির কাজী (৪৫) হত্যার ঘটনাটি পরিকল্পিত বলে পুলিশ ধারণা করছে। নাসিরকে ফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়ায় ও ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ক্যাবল কাটা থাকায় পুলিশ এ ধারণা করছে। একই ধারণা নিহত নাসিরের পরিবারের সদস্যদের।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে মহাখালী দক্ষিণপাড়া জামে মসজিদের পাশে গুলিবিদ্ধ অবস্থায় নাসিরের লাশ পড়ে ছিল। পরে লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ময়নাতদন্ত শেষে শরীয়তপুরে নিজ বাড়িতে নাসিরের লাশ নিয়ে যাওয়া হয়। নাসির চুক্তিতে দক্ষিণপাড়া জামে মসজিদের নির্মাণ কাজ করে আসছিলেন।

দক্ষিণপাড়া জামে মসজিদের দক্ষিণপাশের ছোট গলিপথ ধরে পাঁচ কদম ভেতরে গেলে হাতের বামপাশে ওই মসজিদের টয়লেট ও ডানপাশে ওজুখানা। টয়লেট ও ওজুখানার মাঝেই নাসিরের লাশ পড়ে ছিল। পুলিশের ধারণা, টয়লেট থেকে বের হওয়ার পরই নাসিরকে গুলি করে হত্যা করা হয়। গলিপথের মুখে একটি সিসিটিভি ক্যামেরা বসানো রয়েছে। তবে সে সিসিটিভি ক্যামেরার ক্যাবল কাটা পাওয়া গেছে। পুলিশের ধারণা, পরিকল্পিত হত্যাকাণ্ডের অংশ হিসেবে আগে থেকেই ওই কেবল কেটে রাখা হয়।

এভাবেই পড়েছিল নাসিরের লাশ

স্থানীয়রা জানান, গুলিবিদ্ধ নাসিরের মাথা ছিল পশ্চিম দিকে আর পা ছিল পূর্বদিকে। প্যান্টের বেল্ট খোলা ছিল। পড়ে থাকা লাশের এ বর্ণনা শুনে পুলিশের ধারণা, টয়লেট থেকে বের হওয়ার মুখে নাসিরকে গুলি করা হয়, যে কারণে তিনি বেল্ট লাগানোর সময় পাননি।

নিহতের ভাই আল ইমরান সাংবাদিকদের বলেন, ‘আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’ নিহত নাসিরের মেয়ে নারগিস আক্তার নিপুর বরাত দিয়ে ইমরান বলেন, ‘কেউ তাকে (নাসির) হুমকি দিয়ে আসছিল। মৃত্যুর আগে নাসির একথা তার মেয়েকে জানিয়েছিল।’

মসজিদের নির্মাণ কাজের তদারকি করতে দুয়েক দিন পর পর নাসির সেখানে যেতেন বলে জানান ওই মসজিদের মোতোয়াল্লি মো. শাহজাহান। তিনি বলেন, ‘ঠিকাদার নাসিরের অধীনে ৪-৫ জন শ্রমিক কাজ করতেন। ১৫-১৬ দিন আগে নতুন করে আবার মসজিদের কাজ শুরু হয়। তদারকির জন্য দুয়েক দিন পর পর নাসির আসতেন। আজ (২৫ ফেব্রুয়ারি) সকালেও এসেছিলেন। তবে কয়টায় এসেছিলেন তা বলতে পারব না।’

কেটে রাখা সিসিটিভি ক্যামেরার ক্যাবল

এলাকায় কারও সঙ্গে ঝামেলা কিনা, এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন মসজিদ কমিটির সভাপতি আমান উল্লাহ। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের এ মসজিদের কাজ নাসিরই করে আসছে। ১৫-১৬ দিন আগে নতুন করে আবার কাজ শুরু হয়। কারও সঙ্গে কোনও ঝামেলা ছিল কিনা, সেটা নাসির আমাদের কখনও জানায়নি। মসজিদের নির্মাণ কাজের জন্য প্রয়োজনীয় মালপত্র আমরা কমিটির পক্ষ থেকে কিনে দিতাম। আর সে এগুলো শুধু লাগিয়ে দেওয়ার কাজ করছিল। এ কাজ খুব বড় অঙ্কের টাকার না।’

নাসির হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মেয়ে নারগিস আক্তার নিপু বাদী হয়ে বনানী থানায় মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী। তিনি বলেন, ‘এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। নাসিরকে ফোনে দেওয়া হুমকি, সিসিটিভি ক্যামেরার বিষয় মাথায় রেখে হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।’

 

/এমএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লোহিত সাগরে এন্ড্রোমিডা স্টার জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
লোহিত সাগরে এন্ড্রোমিডা স্টার জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
‘আমার স্ত্রী শুধু অন্যের পরামর্শ শোনে’
‘আমার স্ত্রী শুধু অন্যের পরামর্শ শোনে’
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
লিভারপুলের নতুন কোচ স্লট!
লিভারপুলের নতুন কোচ স্লট!
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!