X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘নারী পুলিশ সদস্যরা আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রশংসা অর্জন করছেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০১৮, ১৯:১০আপডেট : ০৮ মার্চ ২০১৮, ১৯:১৬

‘নারী পুলিশ সদস্যরা ট্রাফিক ব্যবস্থাপনার মত কঠোর দায়িত্ব পালনসহ অন্যান্য অপারেশনাল কাজে অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের পরিচয় রাখছেন। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও (জাতিসংঘ শান্তিরক্ষা মিশন) দক্ষতা, পেশাদারিত্ব ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে তারা সবার প্রশংসা অর্জন করছেন।’

বিপিডব্লিউএন আয়োজিত র‌্যালি বৃহস্পতিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) আয়োজিত র‌্যালি শুরুর পূর্বে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী নারী পুলিশ সদস্যদের বর্তমান অবস্থা নিয়ে এসব কথা বলেন। র‌্যালিটি পুলিশ হেডকোয়ার্টার্স চত্বর থেকে শুরু হয়ে কার্জন হল মোড় প্রদক্ষিণ করে দোয়েল চত্বরে এসে শেষ হয়। নানা ধরনের ফেস্টুন ও ব্যানারে নিয়ে র্যা লিতে অংশ নেন বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঢাকায় কর্মরত বিভিন্ন ইউনিটের প্রায় চার শতাধিক নারী পুলিশ।

র‌্যালি বের হওয়ার আগে উপস্থিত নারী পুলিশ সদস্যদের উদ্দেশে এক সংক্ষিপ্ত বক্তৃতায় আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বর্তমান সরকার নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে বহুবিধ কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে দেশের নারী সমাজ বিভিন্ন ক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য প্রদর্শন করছে, গৌরবোজ্জ্বল ভূমিকা রাখছে।’

তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশেষ উদ্যোগে বাংলাদেশ পুলিশে নারীর অন্তর্ভুক্তি ঘটে ১৯৭৪ সালে, মাত্র ১৪ জন নারীর যোগদানের মধ্য দিয়ে। তারা নারী পুলিশের যে প্রগতির সূচনা করেছিলেন তা আজ সাফল্য ও দক্ষতার মানদণ্ডে সুসংহত হয়েছে। বর্তমানে পুলিশে নারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৭৬৭ জন, যা পুলিশের মোট জনবলের প্রায় ৬.৬৬ ভাগ।’

/আরজে/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
বাংলাদেশে সামাজিক বিমা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
বাংলাদেশে সামাজিক বিমা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড