X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

‘পরিচ্ছন্ন রাজধানী গঠনে নাগরিকদের মানসিকতায়ও পরিবর্তন আনতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৮, ১৬:৩২আপডেট : ১৬ মার্চ ২০১৮, ১৬:৩৫

বক্তব্য রাখছেন মেয়র সাঈদ খোকন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, রাজধানীকে পরিচ্ছন্ন হিসেবে গড়ে তুলতে পরিচ্ছন্নতা কর্মকাণ্ডের পাশাপাশি নাগরিকদের মনোজগতেও পরিচ্ছন্নতা আনতে হবে। তিনি বলেন, এ জন্য আমরা নানা কর্মসূচি গ্রহণ করেছি। শনিবার (১৭ মার্চ) থেকে পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে। প্রতিটি নাগরিকের কাছে আমাদের এই বার্তা পৌঁছে দিতে হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী স্বচ্ছ ঢাকাশীর্ষক কর্মসূচি নিয়ে আয়োজিত   সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। শুক্রবার বেলা ১২টায় নগর ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মেয়র সাঈদ খোকন সপ্তাহব্যাপী স্বচ্ছ ঢাকা কর্মসূচি ঘোষণা করেন। এসময় তিনি বাড়ির আশপাশের বর্জ্য অপসারণে নগরবাসীর জন্য ০৯৬১১০০০৯৯৯ হটলাইন সেবা চালু করেন। আর এই নম্বরে ফোন করলেই পরিচ্ছন্নতা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যাবে বলে জানান সাঈদ খোকন।

মেয়র বলেন, শুধু শহর নয়, নাগরিকের পোশাক এবং মন-মানসিকতায়ও পরিষ্কার-পরিচ্ছন্নতা আনতেই স্বচ্ছ ঢাকা কর্মসূচি চালানো হবে। এই কর্মসূচি পালনে নাগরিকদের সহায়তা প্রয়োজন। নগরবাসীকে স্বচ্ছ জীবনে উদ্বুদ্ধ করতে আমরা ২৩ মার্চ গিনেজ বুকে নতুন রেকর্ড করবো। পরিচ্ছন্নতা বিষয়ে হবে এই রেকর্ড।

সাঈদ খোকন বলেন, ১৭ মার্চ বেলা ১১টায় নগর ভবনের সামনে থেকে কর্মসূচির উদ্বোধন হবে। সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, সেমিনার, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মশক নিধন প্রোগ্রাম, মেডিটেশন ও সাদা শার্ট পরিধান করা হবে।

এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, চিকুনগুনিয়া নিয়ে আমরা এবার সতর্ক। চিকুনগুনিয়া যেন ছড়িয়ে পড়তে না পারে, সে ব্যাপারে আমরা সব পদক্ষেপ নেবো। তবে এটা সত্য অন্যান্য এলাকা থেকে আমাদের দক্ষিণ সিটি করপোরেশন এলাকা মশা থেকে অনেক মুক্ত।

মশন নিধন কর্মীদের যাতায়াত বিল আটকে থাকার বিষয়ে মেয়র বলেন, বিষয়টি আমার জানা ছিলো না। খুব দ্রুত তাদের যাতায়াত বিল পরিশোধ করে দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে ডিএসসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিল্লাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সালাহউদ্দিনসহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

 

 

 

পরিচ্ছন্ন রাজধানী গঠনে নাগরিকদের মানসিকতায়ও পরিবর্তন আনতে হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, রাজধানীকে পরিচ্ছন্ন হিসেবে গড়ে তুলতে পরিচ্ছন্নতা কর্মকাণ্ডের পাশাপাশি নাগরিকদের মনোজগতেও পরিচ্ছন্নতা আনতে হবে। তিনি বলেন, এ জন্য আমরা নানা কর্মসূচি গ্রহণ করেছি। শনিবার (১৭ মার্চ) থেকে পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে। প্রতিটি নাগরিকের কাছে আমাদের এই বার্তা পৌঁছে দিতে হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী স্বচ্ছ ঢাকাশীর্ষক কর্মসূচি নিয়ে আয়োজিত   সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। শুক্রবার বেলা ১২টায় নগর ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মেয়র সাঈদ খোকন সপ্তাহব্যাপী স্বচ্ছ ঢাকা কর্মসূচি ঘোষণা করেন। এসময় তিনি বাড়ির আশপাশের বর্জ্য অপসারণে নগরবাসীর জন্য ০৯৬১১০০০৯৯৯ হটলাইন সেবা চালু করেন। আর এই নম্বরে ফোন করলেই পরিচ্ছন্নতা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যাবে বলে জানান সাঈদ খোকন।

মেয়র বলেন, শুধু শহর নয়, নাগরিকের পোশাক এবং মন-মানসিকতায়ও পরিষ্কার-পরিচ্ছন্নতা আনতেই স্বচ্ছ ঢাকা কর্মসূচি চালানো হবে। এই কর্মসূচি পালনে নাগরিকদের সহায়তা প্রয়োজন। নগরবাসীকে স্বচ্ছ জীবনে উদ্বুদ্ধ করতে আমরা ২৩ মার্চ গিনেজ বুকে নতুন রেকর্ড করবো। পরিচ্ছন্নতা বিষয়ে হবে এই রেকর্ড।

সাঈদ খোকন বলেন, ১৭ মার্চ বেলা ১১টায় নগর ভবনের সামনে থেকে কর্মসূচির উদ্বোধন হবে। সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, সেমিনার, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মশক নিধন প্রোগ্রাম, মেডিটেশন ও সাদা শার্ট পরিধান করা হবে।

এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, চিকুনগুনিয়া নিয়ে আমরা এবার সতর্ক। চিকুনগুনিয়া যেন ছড়িয়ে পড়তে না পারে, সে ব্যাপারে আমরা সব পদক্ষেপ নেবো। তবে এটা সত্য অন্যান্য এলাকা থেকে আমাদের দক্ষিণ সিটি করপোরেশন এলাকা মশা থেকে অনেক মুক্ত।

মশন নিধন কর্মীদের যাতায়াত বিল আটকে থাকার বিষয়ে মেয়র বলেন, বিষয়টি আমার জানা ছিলো না। খুব দ্রুত তাদের যাতায়াত বিল পরিশোধ করে দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে ডিএসসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিল্লাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সালাহউদ্দিনসহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

/এসএস/ এপিএইচ/

 

/এসএস/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু