X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

সাদা শার্ট পরে অফিস করলেন ডিএসসিসি’র কর্মকর্তা-কর্মচারীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০১৮, ১৭:০৪আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১৭:০৪




গ্রাফিতি আঁকছেন সাঈদ খোকন বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ঘোষিত সপ্তাহব্যাপী ‘স্বচ্ছ ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে সাদা শার্ট পরে অফিস করেছেন সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা। রবিবার (১৮ মার্চ) নগর ভবনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
কর্মকর্তা-কর্মচারীরা জানান, ‘স্বচ্ছ ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে তারা সবাই রবিবার সাদা শার্ট পরে অফিস করেছেন। এর ফলে পরিচ্ছন্নতার বিষয়ে নগরবাসীর মধ্যে একটা ইতিবাচক পরিবর্তন আসবে। নগরবাসীকে সচেতন করার আগে নিজেরা সচেতন হতে চান বলেও জানান তারা।
এদিকে স্বচ্ছ ঢাকা কর্মসূচির দ্বিতীয় দিন রবিবার দুপুরে মেয়র সাঈদ খোকন নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় মুক্তাঙ্গন এলাকার বর্জ্যবাহী কন্টেইনারে সচেতনতামূলক বিভিন্ন গ্রাফিতি আঁকেন। এছাড়া রাজারবাগ হোয়াইট হাউজ এলাকায় ড্রেনের মধ্যে জমে থাকা আবর্জনা অপসারণে অত্যাধুনিক যন্ত্র জেট অ্যান্ড সাকার মেশিন কার্যক্রম পরিদর্শন করেন। পরে শান্তিনগর, জোড়াপুকুর, বাসাবো, মুগদা হাসপাতাল, সবুজবাগ বৌদ্ধমন্দির ও আরামবাগ এলাকা ঘুরে দেখেন সাঈদ খোকন। এ সময় মেয়র এসব স্থানে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে কথা বলেন।
সাঈদ খোকন বলেন, ‘এই শহর আমাদের আপনাদের সবার। পরিচ্ছন্ন নগরী গঠনে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তবেই এই নগরী সুন্দরভাবে গড়ে উঠবে।’
এ সময় মেয়রের সঙ্গে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর সফিকুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাউদ্দিনসহ স্থানীয় কাউন্সিলর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

/এসএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
বাংলাদেশে সামাজিক বিমা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
বাংলাদেশে সামাজিক বিমা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড