X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

‘আমাদের এভিয়েশন সেক্টরের উন্নতি ঘটেছে বেসরকারি বিমানের কারণেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৮, ১৭:৫২আপডেট : ২২ মার্চ ২০১৮, ১৯:৩৫

‘বাংলাদেশ বিমানের একটি সুবিধা হলো তার পেছনে সরকার আছে। কিন্তু প্রাইভেট বিমান কোম্পানির পেছনে তো সরকার নেই। প্রাইভেট কোম্পানির পেছনে তাকেই থাকতে হয়। আমাদের এভিয়েশন সেক্টরের অনেক উন্নতি ঘটেছে এই বেসরকারি বিমানের কারণেই।’ বৃহস্পতিবার (২২ মার্চ) বিকালে বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘আকাশপথে নিরাপত্তা’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে বিমান বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম এ মোমেন এসব কথা বলেন।

বিমান বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম এ মোমেন বিমান বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘গত ১২ মার্চ যে ঘটনাটি ঘটেছে, এটাকে আমরা বিছিন্ন ঘটনা হিসেবেই দেখতে পারি। কারণ, এমনটি ঘন ঘন ঘটে না। এটা আজ ইউএস-বাংলায় ঘটেছে, এটা হয়তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্ষেত্রেও ঘটতে পারতো।’

এম এ মোমেন বলেন, ‘আমরা চাই দেশের এভিয়েশন ইন্ডাস্ট্রিটা উন্নতি করুক। বাংলাদেশ বিমান ভালো করুক, ইউএস-বাংলা ভালো করুক। নিশ্চিত করে বলতে পারি, দেশের এভিয়েশন সেক্টরের বেশ খানিকটা উন্নতি ঘটেছে। আমাদের প্রাইভেট এয়ারলাইন্সের শুরু ১৯৯৬ সালে। এরমধ্যে তাদের গ্রোথের দিকে যদি একটু তাকাই তাহলে যা দেখতে পাই তা হলো, ২০১৪ সালে ইউএস-বাংলা শুরু করে। এর মধ্যে ইউএস-বাংলা ৩৬ হাজার ফ্লাইট পরিচালনা করে। তাহলে ছোট করে দেখার সুযোগ নেই।’

আরও পড়ুন: ‘১২ মার্চের বিমান দুর্ঘটনায় আমাদের কোনও অবহেলা ছিল না’

রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভেও দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নিয়েছেন বিমান বাংলাদেশের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ, বাংলাদেশ এয়ার এশিয়ার জিএসএ (জেনারেল সেলস এজেন্ট) টোটাল এয়ার সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদি আব্দুল্লাহ, ইউএস-বাংলার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম, বাংলা ট্রিবিউনের সাংবাদিক চৌধুরী আকবর হোসেন ও বাংলা ট্রিবিউনের চিফ রিপোর্টার উদিসা ইসলাম।

/এআরআর/এমও/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!