X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

রাজীবের মাথার হাড়ে চিড় রয়েছে: চিকিৎসক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০১৮, ১৮:৫৫আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ১৮:৫৫





হাসপাতালে রাজীব দুই বাসের চাপায় হাত হারানো রাজীব হোসেনের মাথার হাড়ে চিড় রয়েছে। মাথায় রক্ত জমে রয়েছে। মাথার ডান পাশ ফোলা রয়েছে। বাম পাশে অবশ্য ফোলা কম। আচরণেও রয়েছে অসংলগ্নতা। তবে তার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।
রবিবার (৮ এপ্রিল) রাজীব হোসেনের টিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. শামসুজ্জামান বাংলা ট্রিবিউনকে এ কথা বলেন।
ডা. মো. শামসুজ্জামান বলেন, ‘রাজীব এখন কম খাচ্ছেন। পরিবারের সদস্যরা তাকে খাওয়ানোর চেষ্টা করছে। তার ব্যাপারে নিউরোসার্জন অসিত চন্দ্র সরকার সিটি স্ক্যান করার জন্য বলেছেন।’ তিনি বলেন, ‘আমরা রাজীবের চিকিৎসা দিতে সক্ষম। যদি তার চিকিৎসার ব্যত্যয় ঘটে তখন আমরা তাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য বলবো।’
বাংলাদেশে রাজীব সর্বোচ্চ চিকিৎসা পাচ্ছেন। দেশের বাইরে গেলে এর দশ শতাংশও যত্ন (কেয়ারিং) পাবেন না উল্লেখ করে ডা. মো. শামসুজ্জামান বলেন, ‘কোনও সহৃদয় ব্যক্তি চাইলে রাজীবের কৃত্রিম হাত জার্মানি থেকে কিনে আনার ব্যবস্থা করে সরকারকে সাহায্য করতে পারেন। এতে তার পাঁচ থেকে সাত লাখ টাকা লাগতে পারে। তবে, কৃত্রিম হাত সুস্থ হওয়ার পর লাগাতে হবে।’
ডা. মো. শামসুজ্জামান বলেন, ‘রাজীব শমরিতা হাসপাতালে বেস্ট ট্রিটমেন্ট পেয়েছেন। সহকারী অধ্যাপক ডা. জাহিদুর রহমান তার হাতের অপারেশন করেন। পরে তার আর অপারেশন করা লাগেনি। ঢাকা মেডিক্যালে আনার পর তার হাতে দুই বার ড্রেসিং করা হয়েছে।গতকালও ড্রেসিং করা হয়েছে।’
রাজীবের খালা জাহানারা বেগম বলেন, ‘রাজীবের অবস্থা ভালো হচ্ছে বলে মনে হয় না। সে আগের মতোই আছে। তার যদি দরকার হয় আমরা সরকারকে অনুরোধ করবো যেন প্রয়োজনে বিদেশে গিয়ে চিকিৎসা করায়।’
গত ৩ এপ্রিল দুপুরে রাজধানীর কাওরান বাজারে সার্ক ফোয়ারার সামনে দুই বাসের চাপায় তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের (২২) হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আহত অবস্থায় প্রথমে তাকে পান্থপথের শমরিতা হাসপাতালে নেওয়া হয়। পরে ৪ এপ্রিল বিকালে উন্নত চিকিৎসার জন্য রাজীবকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

/টিওয়াই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে প্রার্থী হলেন ওবায়দুল কাদেরের ছোট ভাই ও ভাগনে
উপজেলা নির্বাচনে প্রার্থী হলেন ওবায়দুল কাদেরের ছোট ভাই ও ভাগনে
ঈদের পরও চলছে রঙচটা বাস, আবার সময় দিলো বিআরটিএ
ঈদের পরও চলছে রঙচটা বাস, আবার সময় দিলো বিআরটিএ
উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার না করতে এমপি-মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর
উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার না করতে এমপি-মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর
১০ বাংলাদেশিকে অপহরণ করে মিয়ানমারে নিয়ে গেছে আরাকান আর্মি
১০ বাংলাদেশিকে অপহরণ করে মিয়ানমারে নিয়ে গেছে আরাকান আর্মি
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা