X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

অজ্ঞান পার্টির তৎপরতায় এক ঘণ্টায় ঢাকা মেডিক্যালে ৫ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০১৮, ০৩:২৩আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ০৩:৩১

ঢামেক অজ্ঞান পার্টি সদস্যরা আবারও রাজধানীতে সক্রিয় হয়ে উঠেছে। বৃহস্পতিবার বিকেলে এক ঘন্টার ব্যবধানে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৫ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করানো হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মোঃ বাচ্চু মিয়া।

তারা হচ্ছেন, গুলিস্তান থেকে মোঃ শাহ আলম (৩২) কাঠের ব্যাবসায়ী ( টঙ্গিবাড়ী মুন্সীগন্জ) তার ভগ্নীপতি মোঃ বজলু মিয়া (৪০), কারাইল থেকে মোঃ সুমন (৩০), মহাখালী থেকে শহিদুল হক(৫৫),ও কমলাপুর থেকে কামাল হোসেন (৪৫)।

রাজধানীর গুলিস্তান থেকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে আনা হয় কাঠ ব্যবসায়ী শাহ আলম (৩২) ও তার ভগ্নিপতি মোঃ বজলু মিয়া (৪০)কে। ওই দুজনের পরিচিত মফিজুল ইসলাম তাদের হাসপাতালে নিয়ে আসেন। তিনি জানান, উত্তরার একটি ব্যাংক থেকে চার লাখ টাকা তুলে গুলিস্তানে আসার পথে বাসের মধ্যে তারা অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। পরে সংবাদ পেয়ে গুলিস্তান থেকে তাদের নিয়ে হাসপাতালে আসেন বলে জানান মফিজুল। তিনি জানান ব্যাংক থেকে তোলা টাকা খোয়া গেছে।

রাজধানী কাকরাইল মসজিদের সামনে থেকে অজ্ঞান অবস্হায় উদ্ধার করে মোঃ সুমন (৩০) নামের এক বেসরকারি চাকুরিজীবীকে হাসপাতালে আনা হয়। সহকর্মী আনোয়ার তাকে উদ্ধার করে বিকেল ৩ টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেনা কল্যান ভবনের একটি কোম্পানীতে তারা চাকুরি করেন জানিয়ে আনোয়ার বলেন উদ্ধারের সময় তার কাছ থেকে কিছু পাওয়া যায়নি। তার কাছে কী ছিল তাও তিনি জানেন না বলে জানান।

এদিকে, রাজধানী মহাখালী বন অধিদফতর অফিসের পাশে মায়ের দোয়া হোটেলের সামনে থেকে অচেতন অবস্হায় উদ্ধার করা হয় আরেক চাকুরিজীবীকে। শহিদুল হক (৫৫) নামের ওই ব্যক্তি দাদা মেটাল প্রসেস নামে প্রতিষ্ঠানের মার্কেটিং কর্মকর্তার কাজ করেন। তাকে বিকেল সোয়া ৩ টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঐ প্রতিষ্ঠানের মালিকের ছেলে শ্যামল জানান, তিনি ইবিএল গুলশান শাখা ব্যাংক থেকে ৩ লাখ টাকা তুলে মহাখালী অফিসে আসার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। পরে টাকা গুলো পাওয়া যায়নি বলে জানান তিনি।

এছাড়াও কমলাপুর রেল স্টেশন থেকে কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন, রেলওয়ে পুলিশ কনস্টেবল আলী হাসান।

 

/এআইবি/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তরমুজের ললি আইসক্রিম বানাবেন যেভাবে
তরমুজের ললি আইসক্রিম বানাবেন যেভাবে
পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে ইউক্রেনের প্রতি ইতালির আহ্বান
পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে ইউক্রেনের প্রতি ইতালির আহ্বান
গাছ লাগানো ও কাটার ক্ষেত্রে নীতিমালা করতে হাইকোর্টের রুল জারি
গাছ লাগানো ও কাটার ক্ষেত্রে নীতিমালা করতে হাইকোর্টের রুল জারি
ডিএনসিসির একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়: মেয়র আতিক
ডিএনসিসির একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়: মেয়র আতিক
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?