X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

‘গ্যাসের মূল্যবৃদ্ধির নামে সরকার মানবাধিকার লঙ্ঘন করছে'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০১৮, ১৬:০৭আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ১৭:৫৬

সভায় বক্তব্য রাখছেন সৈয়দ আবুল মকসুদ

বারবার গ্যাসের মূল্যবৃদ্ধি করে সরকার মানুষের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করছে বলে নাগরিক সমাজের পক্ষ থেকে মন্তব্য করেছেন সৈয়দ আবুল মকসুদ।

তিনি বলেন, ‘ছোট ছোট গোষ্ঠীর স্বার্থে সরকার কোটি কোটি মানুষের জীবনযাপনের মূল্যবৃদ্ধি করছে, যা মানবাধিকার লঙ্ঘন।’

শুক্রবার (২০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ভোক্তার স্বার্থ উপযোগী ও পরিবেশবান্ধব এলএনজি ও এলপিজির যৌক্তিক মূল্য নির্ধারণের দাবিতে এক নাগরিক সভার আয়োজন করা হয়।

সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘গ্যাসের মূল্যবৃদ্ধি করা সরকারি কর্মকর্তাদের কাজ নয়। এটা রাজনৈতিক অঙ্গীকারের কাজ।’ এ সময় তিনি গ্যাসের দাম বৃদ্ধি বন্ধ করার দাবি জানান।

সভায় নাগরিক কমিটির পক্ষে সভাপতিত্ব করেন সৈয়দ আবুল মকসুদ।

তিনি বলেন, ‘বর্তমান সরকার ব্রিটিশ ও পাকিস্তান আমলের মহাজন-ব্যবসায়ীদের মতো আচরণ করছে। সরকার পার্টনারশিপ ব্যবসায়ী হয়ে গেছে। বছরে দুবার গ্যাসের দাম বৃদ্ধি করছে। সরকার কিছু গোষ্ঠীর স্বার্থে কাজ করছে। উন্নয়নের নামে পরিবেশ নষ্ট করছে।’

তিনি আরও বলেন, ‘জনগণ টেকসই উন্নয়ন চায়। পাশাপাশি পরিবেশ রক্ষা করতে চায়। আর সরকার এসবের ধারে কাছেও নেই।’ এভাবে চলতে থাকলে সরকারকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

সভায় নগর পরিকল্পনাবিদ স্থাপতি মোবাশ্বের হোসেন বলেন, ‘সাধারণ মানুষের ব্যবহৃত গ্যাসের দাম বৃদ্ধি করে সরকার আমদানি গ্যাসের বৃদ্ধি করা দাম যৌক্তিক করছে।’

তিনি বলেন, ‘সাগর জয় করে সরকার নানা উৎসব করছে। কিন্তু সাগর থেকে গ্যাস উত্তোলনের দিকে তাদের নজর নেই।’

তিনি জানান, ভারত ও মিয়ানমার সাগর থেকে গ্যাস উত্তোলন করছে। কিন্তু বাংলাদেশ এখনও শুরু করতে পারেনি। ফলে বাংলাদেশের গ্যাস ভারত ও মিয়ানমারের দিকে চলে যাচ্ছে।’ এসব দিকে কেন সরকারের নজর নেই প্রশ্ন রাখেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বদরুল ইসলাম বলেন, ‘গ্যাসের মূল্যবৃদ্ধি ও পরিবেশ দূষণ নৈরাজ্যের দিকে চলে যাচ্ছে।’

তিনি বলেন, ‘সরকার একসময় বলছে দেশ গ্যাসের ওপর ভাসছে। আবার একই মুখে বলছে গ্যাস শেষের দিকে। মূলত নিজেদের স্বার্থে সরকার এমন বিভ্রান্তি ছড়াচ্ছে।’

সরকার বিদেশি কোম্পানির কাছ থেকে গ্যাস কেনে তিন ডলারে। আর দেশি কোম্পানির কাছ থেকে কেনে এক ডলারে, এমন তথ্য তুলে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, ‘গ্যাসের দাম সঠিক করতে হলে রাজনৈতিক সদিচ্ছা এবং ন্যায় সমতা দরকার হবে।’

এদিকে সভা থেকে দাবি তোলা হয়, গ্যাসের মূল্যবৃদ্ধির আগে অবশ্যই যেন গণশুনানি নিশ্চিত করা হয়।

সভায় আরও বক্তব্য রাখেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এম শামসুল আলম, কমিউনিস্ট পার্টি বাংলাদেশের (সিপিবি) সভাপতিমণ্ডলীর সদস্য রুহিন হোসেন প্রিন্স প্রমুখ।

 

/এসএস/এপিএইইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিতরা-জাকাতের নামেও প্রতারণা
ফিতরা-জাকাতের নামেও প্রতারণা
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
রান্নাঘরের অসহনীয় গরম থেকে বাঁচার ১০ উপায়
রান্নাঘরের অসহনীয় গরম থেকে বাঁচার ১০ উপায়
হামাসের ২৫টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
হামাসের ২৫টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই