X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

জবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, প্রধান ফটকে তালা

জবি প্রতিনিধি
০৩ মে ২০১৮, ১৯:১১আপডেট : ০৩ মে ২০১৮, ১৯:৩৫


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা
প্রকাশনা জালিয়াতির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার মাধ্যমে চাকরিচ্যুত ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিনকে স্বপদে ফিরিয়ে আনার দাবিতে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন বৃহস্পতিবারও অব্যাহত ছিল। আজ (৩ মে) সকাল ১১ টায় সব বিভাগের ক্লাস-পরীক্ষা বর্জন করে জবির মূল ফটকে তালা লাগিয়ে আন্দোলন করেন শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থী জবির ইংরেজি বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী আরমান খান বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা সব ক্লাস পরীক্ষা বর্জন করে শ্রদ্ধেয় শিক্ষক নাসির স্যারকে তার পদ ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছি। নাসির স্যার কে অপসারণ করার বিষয়টি প্রশাসনের ষড়যন্ত্র। তাকে অপসারণের মূল কারণ তার আকাশচুম্বি জনপ্রিয়তা এবং ছাত্রদের যুক্তিসঙ্গত প্রতিটি আন্দোলনে সমর্থন দেওয়া। তাকে যে প্রকাশনার কারণে চাকরিচ্যুত করা হয়েছে তার কোনও  অস্তিত্ব নেই। এছাড়া যে বিচার প্রক্রিয়ার মাধ্যমে এটা করা হয়েছে তাও প্রশ্নবিদ্ধ।
তিনি আরও বলেন, নাসির স্যারের বিরুদ্ধে আনীত অভিযোগ অবশ্যই মিথ্যা। জরুরি সিন্ডিকেট ডেকে স্যারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা প্রত্যাহার করতে হবে।
এসময় আন্দোলনরত শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক আবদুল বাকী ক্লাসে ফিরে যাওয়ার প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করেন  শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে দিয়ে আন্দোলনে জবি শিক্ষার্থীরা
এসময় শিক্ষার্থীরা ছাত্রকল্যাণ পরিচালককে বলেন, আমরা ক্লাসে ফিরে যেতে রাজি যদি উপাচার্য আগামী দশ কর্মদিবসের মধ্যে সিন্ডিকেট ডেকে আমাদের নাসির স্যারকে স্বপদে ফিরিয়ে নেন। এরপর ফিরে যান ছাত্রকল্যাণ পরিচালক।
এ বিষয়ে চাকরিচ্যুত শিক্ষক নাসির উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, সবকিছুর আগে আমার প্রিয় শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা ও সর্বোপরি তাদের আগামী ভবিষ্যৎ। তাই আমি চাই ওরা ক্লাস পরীক্ষায় অংশ নিক। তারা বড় হলেই আমি বড় হবো। আমার জন্য বিশ্ববিদ্যালয় বা আমার শিক্ষার্থীদের ক্ষতি হোক তা আমি চাই না।
এদিকে জবি সহকারী প্রক্টর ড. মোস্তফা কামাল বাংলা ট্রিবিউনকে বলেন, ক্যাম্পাসে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলতে মেইন গেটের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৭৭ তম সিন্ডিকেট সভায় (২৬ এপ্রিল) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিনকে চাকুরিচ্যুত করা হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচন অর্থ ও সময়ের অপচয় মাত্র: সাইফুল হক
উপজেলা নির্বাচন অর্থ ও সময়ের অপচয় মাত্র: সাইফুল হক
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
ফসল উৎপাদনে বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে: কৃষিমন্ত্রী
ফসল উৎপাদনে বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে: কৃষিমন্ত্রী
মানবাধিকার সমুন্নত রেখে জনগণকে সেবা দিতে আইজিপির নির্দেশ
মানবাধিকার সমুন্নত রেখে জনগণকে সেবা দিতে আইজিপির নির্দেশ
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল