X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ব্লগার অনন্ত বিজয় দাসকে ফুল ও মোমবাতি জ্বালিয়ে স্মরণ

ঢাবি প্রতিনিধি
১২ মে ২০১৮, ২১:২০আপডেট : ১২ মে ২০১৮, ২১:২৪

মোমবাতি জ্বালিয়ে স্মরণ ব্লগার অনন্ত বিজয় দাসের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাকে ফুল ও মোমবাতি জ্বালিয়ে স্মরণ করেন তার সহযোদ্ধারা। শনিবার (১২ মে) সন্ধ্যায় শাহবাগ প্রজন্ম চত্বরে অনন্তের সহযোদ্ধাদের উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়।

প্রথমে অনন্ত দাসকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয় ।

স্মরণসভায় গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক আকরামুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রকাশক রবিন আহসান। তিনি অনন্ত দাস হত্যার বিচার দাবি করে বলেন,' দুই বছর আগে অনন্তকে হত্যা করা হয়। কিন্তু এ হত্যাকাণ্ডের বিচার এখনও হয়ন। সরকার এসব হত্যাকাণ্ডের বিচার করতে ব্যর্থ হয়েছে। এভাবে অনেক বিজ্ঞানমনস্ক লেখককে ওই মৌলবাদী গোষ্ঠী হত্যা করে যাচ্ছে ৷ যার কারণে এসব লেখক ভয়ে লেখা ছেড়ে দিচ্ছেন। গতকাল (শুক্রবার) বঙ্গবন্ধু সাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে। প্রগতির এই যুগে বিজ্ঞানমনস্ক লেখকদের প্রয়োজনীয়তা অনেক বেশি। কিন্তু সমাজ থেকে এসব লেখকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।' 

এসময় গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক অ্যাডভোকেট জীবনানন্দ জয়ন্ত বলেন, ‘মৌলবাদী গোষ্ঠী বিজ্ঞান মনস্ক লেখকদের হত্যা করেই যাচ্ছে ৷ সরকার এর কোনও বিচার করতে পারেনি, যার ফলে মৌলবাদীরা এসব হত্যা করে পার পেয়ে যাচ্ছে ৷ আমরা অনন্তসহ সকল হত্যার বিচার দাবি করছি।’ 

স্মরণসভায় উপস্থিত ছিলেন অনন্ত দাসের সহযোদ্ধা  অপরাজিতা সংগীতা, ধ্রুব চৌধুরী প্রমুখ।

/টিএন/
সম্পর্কিত
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলবে
সর্বশেষ খবর
সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানসাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ