X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

আরও দুই মামলায় খালেদা জিয়াকে গ্রেফতার দেখানোর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০১৮, ১৩:০১আপডেট : ১৭ মে ২০১৮, ১৪:৪৯

খালেদা জিয়া। ফাইল ছবি যুদ্ধাপরাধীদের নিয়ে কটূক্তি ও মিথ্যা তথ্যের ভিত্তিতে ভুয়া জন্মদিন পালন করার অভিযোগে দায়ের করা মামলায় খালেদা জিয়াকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলা দুটি পরবর্তী শুনানির জন্য আগামী ৫ জুলাই দিন ধার্য করেন।

বৃহস্পতিবার (১৭ মে) যুদ্ধাপরাধীদের কটূক্তি মামলাটি ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব ও ভুয়া জন্মদিন পালন মামলাটি মহানগর হাকিম খুরশীদ আলম শুনানি শেষে এ আদেশ দেন।

এদিকে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জামিন শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, ’খালেদা জিয়ার দুই মামলার জামিন দেওয়ার আদেশের জন্য দিন ধার্য আছে। খালেদা জিয়া চার মাস যাবৎ কারাগারে আটক রয়েছেন। সবকিছু বিবেচনায় আমরা খালেদা জিয়ার জামিন চাই।’

অপরদিকে খালেদা জিয়ার জামিনের বিরোধিতা করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু। তিনি বলেন, ‘দুই মামলায়ই খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। গ্রেফতারি পরোয়ানাটি এখনও কার্যকর করা হয়নি। আগে পরোয়ানা কার্যকর করা হোক, এরপর জামিন শুনানি নির্দেশ দেওয়ার আবেদন করছি।’ উভয়পক্ষের শুনানি শেষে বিচারক খালেদা জিয়াকে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার আদেশ দেন।

এর আগে গত ২৫ এপ্রিল দুই মামলায় মাসুদ আহমেদ তালুকদার কারাগারে থাকা খালেদা জিয়াকে আদালতে হাজির করে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুসহ জামিন শুনানির আবেদন করলে বিচারক প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুসহ জামিন শুনানির আদেশের জন্য আজকের দিন ধার্য করেন।

২০১৬ সালের ৩০ আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ঢাকা মহানগর হাকিম আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে ১৫ আগস্ট ভুয়া জম্মদিন পালন করার অভিযোগে মামলাটি দায়ের করেন।

২০১৬ সালের ৩ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তি করার অভিযোগে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হয়ে মামলা দায়ের করেন।

 

আরও পড়ুন- যে কারণে জামিন পেলেন খালেদা জিয়া

/টিএইচ/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার তালিকায় সৈকত
টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার তালিকায় সৈকত
গাজায় পানি শূন্যতায় ভুগছেন দেড় লক্ষাধিক গর্ভবতী নারী
গাজায় পানি শূন্যতায় ভুগছেন দেড় লক্ষাধিক গর্ভবতী নারী
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা