X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

ফার্মগেটে কোচিং সেন্টারে আগুন, ধোঁয়ায় অসুস্থ হয়ে ১১ জন হাসপাতালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০১৮, ১৮:৫০আপডেট : ২৪ মে ২০১৮, ১৯:১৩

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল

রাজধানীর ফার্মগেটে মেডিকো কোচিং সেন্টারে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এসময় আগুনের ধোঁয়ায় ৭ শিক্ষার্থীসহ ১১ জন অসুস্থ হয়ে পড়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেরে বাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল গনেশ বিশ্বাস এ খবর নিশ্চিত করেন।

ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন ১১ জন হলেন– সাদিয়া আফরিন ছোয়া (১৮), মারজাহান আফরোজ (১৮) ও তার মা সাহানা বেগম (৩৫), শামছুন্নাহার প্রেমা (১৭) ও তার মা নাসিমা (৪৫), পাপিয়া জামান কান্তা (১৮), জান্নাতে সিরাতুন্নাহার ইভা (১৮), আফিয়া আবিদা (১৮) ও তার বাবা মাহবুবুর রহমান (৬০), জেরিন তাসনিম (১৮) ও তার আত্মীয় নাসরিন সুলতানা শ্রাবনী (২৩)।

শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা জানান, ফার্মগেট মেডিকো কোচিং সেন্টারের পাশে বৈদ্যুতিক ট্রান্সমিটার বিস্ফোরণ হয়। সেই আগুন কোচিং সেন্টারের বৈদ্যুতিক সুইচ বোর্ডে লেগে যায়। এতে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিভান।

ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন ইভা নামে এক শিক্ষার্থীর বাবা সিরাজুল ইমলাম বলেন, ‘আজই প্রথম কোচিং শুরু হয়। আমরা নরসিংদী থেকে এসেছি। দ্বিতীয় তলায় কোচিং শুরু হয়। হঠাৎ একটা বিস্ফোরণে চারিদিকে ধোঁয়ার সৃষ্টি হয়। ইভা সেই ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে নিয়ে আসি।’

ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, ধোঁয়া শ্বাসনালীতে যাওয়ায় অসুস্থদের কয়েকজনের শ্বাসকষ্ট দেখা দেয়। এমন ৬ জন রোগীকে আমরা চিকিৎসা দিয়েছি। এর মধ্যে ২ জনকে চিকিৎসা দিয়ে ছেড়েও দেওয়া হয়েছে। আরও ৪ জনকে অবজাভেশনে রাখা হয়েছে। অবস্থা ভালো হলে তাদেরও ছেড়ে দেওয়া হবে।’

ওসি গোপাল গনেশ বিশ্বাস জানান, পাশে এক ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে মেডিকো কোচিং সেন্টারের বৈদ্যুতিক সুইচ বোর্ডে আগুন লাগে। এসময় প্রচুর ধোঁয়ার সৃষ্টি হলে কয়েকজন ছাত্রী ও তাদের অভিবাবক অসুস্থ হন।  চিকিৎসার জন্য তাদের ঢামেক হাসপাতালে পাঠানো হয়।

 

/এআইবি/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা