X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

দেশে থাইরয়েড সমস্যায় পাঁচ কোটি মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০১৮, ২০:৩৭আপডেট : ২৫ মে ২০১৮, ২০:৪১

সংবাদ সম্মেলন বাংলাদেশে থাইরয়েড হরমোনজনিত রোগীর সংখ্যা প্রায় ৫ কোটি। যাদের মধ্যে প্রায় ৩ কোটি জানেনই না, তাদের এই সমস্যা রয়েছে। নারীদের থাইরয়েড হরমোনজনিত সমস্যা পুরুষের তুলনায় প্রায় ১০ গুণ বেশি। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি (বিইএস) এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন বিইএসের সভাপতি অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান, সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. ফরিদ উদ্দিন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. হাফিজুর রহমান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিইএস এর সাংগঠনিক সম্পাদক ডা. শাহজাদা সেলিম বলেন, ‘ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে আসা অন্তঃসত্ত্বা নারীদের ওপর চালানো এক গবেষণায় দেখা গেছে, তাদের ২০ থেকে ৩০ শতাংশের কোনও না কোনও থাইরয়েড হরমোনজনিত সমস্যা রয়েছে। আর গ্রামের পরিস্থিতির কোনও রেকর্ড নেই। তবে ধারণা করা যায়, সেখানকার অবস্থা আরও করুণ।’

বিইএসের সভাপতি অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান বলেন, ‘বাংলাদেশে ৬টি মৌলিক অধিকার প্রতিষ্ঠিত রয়েছে। কিন্তু উন্নত বিশ্বে সাতটি মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সপ্তমটি হচ্ছে থাইরয়েড হরমোনবিষয়ক তথ্য অধিকার। যেকোনও দেশে এই বিষয়টি প্রতিষ্ঠা করা খুবই সহজ একটি কাজ।’ তিনি বলেন, ‘থাইরয়েডজনিত রোগ বিশ্বের এক নম্বর রোগ। এটি প্রতিরোধে সচেতনতা জরুরি।’

থাইরয়েড দিবস উপলক্ষে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি ও ঢাকা মেডিক্যাল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগ যৌথভাবে শনিবার (২৬ মে) ঢাকা মেডিক্যাল কলেজের গ্যালারি ১-এ বৈজ্ঞানিক অধিবেশনের আয়োজন করবে। এতে ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষসহ কর্মরত চিকিৎসকরা অংশগ্রহণ করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

/টিওয়াই/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টি তুই বড় অপরাধীরে...
বৃষ্টি তুই বড় অপরাধীরে...
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে হেটমায়ার, শামার
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে হেটমায়ার, শামার
আগুনে পুড়ে ছাই ১০০ বিঘা জমির পানের বরজ
আগুনে পুড়ে ছাই ১০০ বিঘা জমির পানের বরজ
শর্টকাটে বড়লোক হতে গিয়ে
শর্টকাটে বড়লোক হতে গিয়ে
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?