X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ভ্যানের ভেতরে লুকিয়ে রাখা ছিল শিশু নিনাদের লাশ

আমানুর রহমান রনি
১৮ জুন ২০১৮, ০৪:৩০আপডেট : ১৮ জুন ২০১৮, ০৪:৩৯

৮ বছরের শিশু নিনাদ

খিলগাঁওয়ে ৮ বছরের শিশু সাফওয়ান নিনাদকে হত্যা করে বেকারির ভ্যানের ভেতর লাশ গুম করে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। শিশুরা খেলার সময় ভ্যানে লাশটিকে দেখতে পায়। তবে এই হত্যাকাণ্ডের কারণ মেলাতে পারছে না নিহত শিশুর পরিবার।

রবিবার এই ঘটনায় খিলগাঁও থানায় শিশুটির বাবা স্বপন ব্যাপারী বাদী হয়ে অজ্ঞাত আসামির নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এর আগে শনিবার দুপুরে খিলগাঁওয়ের ভুঁইয়াপাড়া কাঁচাবাজার বাইতুন নূর জামে মসজিদের পাশের একটি ভ্যান থেকে সাফওয়ান নিনাদের লাশ উদ্ধার করে স্বজনরা। চাঁদ রাতে শিশুটি তার সহপাঠী ও প্রতিবেশী অন্যান্য শিশুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিল। এরপর থেকেই সে নিখোঁজ ছিল।

শিশুটির মামা এএম মুন্না মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার চাঁদরাতে ৮ টার দিকে আমি নিনাদকে কিছু টাকা দিয়ে মোবাইলে রিচার্জ করতে পাশের একটি দোকানে পাঠাই। সেখান থেকে এসে নিজে নিজে গোসল করে, নতুন জামা, জুতা পরে রাত ৯ টার দিকে প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলার কথা বলে বাসার সামনে যায়। বাসার বাইরে অন্যান্য শিশুরা যখন আতশবাজী ফুটাচ্ছিল, তখন তাদের সঙ্গেই ছিল। তবে রাত ১০টা পার হওয়ার পরও সে না আসায় আমরা খোঁজাখুজি শুরু করি। রামপুরা, বনশ্রী, খিলগাঁওয়ের সকল এলাকায় খুঁজেও তাকে পাওয়া যায়নি।’

এরপর স্বজনদের বাড়িতেও খোঁজ নেয় নিনাদের পরিবার। তবে কোথাও তার সন্ধান না পেয়ে খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তারা।

ঈদের দিন সকাল থেকে আবার খোঁজাখুজি করে নিনাদের পরিবার। সোয়া দুপুর ১টার দিকে তারা খবর পায় ভুইয়াপাড়া এলাকার একটি পরিত্যক্ত প্লটে রাখা বেকারির ভ্যানের ভেতরে এক শিশুর লাশ রয়েছে। এরপর সেখানে তারা দৌড়ে যায়। সেখানে গিয়ে গলায় পলিথিন প্যাঁচানো অবস্থায় নিনাদের লাশ শনাক্ত করেন। সেখান থেকে নিনাদের বাসার দূরত্ব প্রায় ৫০০ গজ। পরবর্তীতে পুলিশ ও স্বজনরা তার লাশটি নিয়ে যায়।

রবিবার মেরাদিয়া কবরস্থানে নিনাদের লাশ দাফন করা হয় বলে জানিয়েছেন তার মামা মুন্না। তিনি বলেন, ‘আমরা আজ নিনাদের লাশ দাফন করেছি। এরপর নিনাদের বাবা স্বপন ব্যাপারী বাদী হয়ে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি। পুলিশ মামলাটি তদন্ত করছেন।’

তবে কারা নিনাদকে হত্যা করেছেন, তা এই মুহূর্তে ধারণা করতে পারছে না তার পরিবার। নিনাদ বাবা-মায়ের সঙ্গে মেরাদিয়ার ভুইয়াপাড়া এলাকার ২১৫/৫ নম্বর বাসায় থাকতো। সে বনশ্রীর  ন্যাশনাল আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। দুই ভাইবোনের মধ্যে সে ছিল বড়।

এই হত্যাকাণ্ড তদন্ত করছে খিলগাঁও থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘শিশুটি নিখোঁজের পর প্রথমে তার পরিবার একটি জিডি করেছিল। এরপর তার লাশ উদ্ধারের পর বাবা মামলা করেছেন। আমরা মামলাটি তদন্ত করছি। তবে এখনও কাউকে আটক করা যায়নি। আমরা শিশুটির পরিবারের সঙ্গে অন্যান্য পরিবারের কোন দ্বন্দ্ব ছিল কিনা, তা খতিয়ে দেখছি। তবে এখনও বলার মতো কিছু পাওয়া যায়নি।’

নিহত নিনাদের পরিবার জানিয়েছে, প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে তাদের বিরোধ ও  মামলা আছে। সেই বিরোধ থেকে শিশুটিকে হত্যা করা হয়েছে কিনা তা এখনও নিশ্চিত না।

/এআরআর/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এখনও উদ্ধার হয়নি পুলিশের অস্ত্র, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
২৮ অক্টোবর বিএনপির সমাবেশে সহিংসতাএখনও উদ্ধার হয়নি পুলিশের অস্ত্র, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
রিকশাচালকদের ছাতা বিতরণ করলেন মেয়র আতিক
রিকশাচালকদের ছাতা বিতরণ করলেন মেয়র আতিক
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা