X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ভাগ্য খুলছে এমপিওভুক্ত মাদ্রাসার নন-এমপিও ৫ শতাধিক শিক্ষকের

এস এম আববাস
১৮ জুলাই ২০১৮, ০০:২৪আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১৯:০০





শিক্ষা মন্ত্রণালয়
দেশের এমপিওভুক্ত সব স্তরের মাদ্রাসার এমপিওভুক্তি থেকে বাদ পড়া শিক্ষকদের ভাগ্য খুলছে শিগগিরই। এসব এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নন-এমপিও পাঁচ শতাধিক শিক্ষকের তথ্য চেয়েছে সরকার। তথ্য পাওয়ার পর তাদের এমপিওভুক্ত করা হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি বিভাগের অতিরিক্ত সচিব (মাদ্রাসা) রওনক মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মাদ্রাসাগুলোর গুরুত্বপূর্ণ বিষয়ের অনেক শিক্ষককে নানা কারণে এমপিওভুক্ত করা সম্ভব হয়নি। যারা বাদ পড়েছেন তাদের সবাইকে এবার এমপিও দেওয়া হবে। এ জন্য আমরা সংশ্লিষ্ট শিক্ষকদের তথ্য চেয়েছি।’

মঙ্গলবার (১৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি বিভাগের সহকারী সচিব আব্দুল খালেকের সই করা একটি আদেশে বাদ পড়া এসব শিক্ষকের তথ্য চাওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (কম্পিউটার), বিজ্ঞানের সহকারী শিক্ষক (বিজ্ঞান), আলিম স্তরের প্রভাষক বিজ্ঞান ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের এক হাজার ২৮ জন শিক্ষকের এমপিও দিতে মন্ত্রণালয় সম্মতি জানায়। কিন্তু ওই সময় অনেক প্রতিষ্ঠানের শিক্ষক এমপিও সুপারিশ বঞ্চিত হন। এছাড়া সম্মতি দেওয়া এক হাজার ২৮ জনের মধ্যেও আবার অনেক শিক্ষক বাদ পড়েন। সব মিলিয়ে এসব শিক্ষকের সংখ্যা পাঁচ শতাধিক।

সূত্রমতে, ২০১১ সালের ১৩ নভেম্বরের আগে ও পরে নিয়োগ পাওয়া অনেক শিক্ষক এমপিও থেকে বাদ পড়েন। যারা এমপিও পাওয়ার যোগ্য, নানা কারণেই তারা এমপিওভুক্ত হতে পারেননি। তাদেরও এক হাজার ২৮ জনের মধ্যে বাদ পড়া শিক্ষকদের সঙ্গে তাদেরও একযোগে এমপিও দেওয়া হবে।
আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সব নন-এমপিও শিক্ষকের নির্ধারিত ছকে তথ্য পাঠাতে মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়।
সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসার (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) সংখ্যা তিন হাজার ৪৩৩টি। এর মধ্যে এমপিওভুক্ত মাদ্রাসার সংখ্যা এক হাজার ৫১৯টি। এমপিওভুক্ত এসব মাদ্রাসায় শিক্ষক রয়েছেন চার হাজার ৪৩১ জন।
সমমান দাখিল মাদ্রাসার (ষষ্ট থেকে দশম শ্রেণি) সংখ্যা ছয় হাজার ৫৯৩টি। এর মধ্যে এমপিওভুক্ত মাদ্রাসা পাঁচ হাজার ৩৭১টি। এসব মাদ্রসায় এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন ৭০ হাজার ৯৮২ জন।

আলিম মাদ্রাসার (একাদশ ও দ্বাদশ শেণি) সংখ্যা এক হাজার ৫৫৮টি। এর মধ্যে এমপিওভুক্ত মাদ্রাসার সংখ্যা ৯৮২টি। এসব মাদ্রাসায় এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন ২০ হাজার ৮১ জন।

কামিল মাদ্রাসার (মাস্টার্স/স্নাতকোত্তর) সংখ্যা ২১৯টি। এর মধ্যে এমপিভুক্ত প্রতিষ্ঠান ১৪৫টি। এসব শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন পাঁচ হাজার ৭৯ জন।

এছাড়া বর্তমানে এমপিবিহীন সব স্তরের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এক হাজার ৭৩০টি।

 

/এইচআই/
সম্পর্কিত
নিষ্পত্তির অপেক্ষায় ৬১ হাজারের বেশি আবেদনএমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ট্রাস্ট খাতে বছরে ঘাটতি ৫৬০ কোটি টাকা
এমপিওভুক্তির ফাইল আটকিয়ে ঘুষ দাবির অভিযোগে দুদকের অভিযান
অবশেষে ডিগ্রি স্তরের তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির নির্দেশ
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচন: জেলা-উপজেলায় আ.লীগের সম্মেলন বন্ধ
উপজেলা নির্বাচন: জেলা-উপজেলায় আ.লীগের সম্মেলন বন্ধ
মিয়ানমার-থাই সীমান্তে আবারও বিদ্রোহীদের হামলা, থ্যাইল্যান্ডে পালাচ্ছে মানুষ
মিয়ানমার-থাই সীমান্তে আবারও বিদ্রোহীদের হামলা, থ্যাইল্যান্ডে পালাচ্ছে মানুষ
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ