X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

দালাল বলেছিল বিদেশে ভালো আচরণ করে, বেতন দেয়: জেসমিন আক্তার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৮, ১৭:০৯আপডেট : ১৯ জুলাই ২০১৮, ১৭:১২

 

জেসমিন আক্তার সৌদি আরব ফেরত নারী শ্রমিক জেসমিন আক্তার বলেন, দালাল তাকে বলেছিল, বিদেশে ভালো আচরণ করে, বেতন দেয়। কিন্তু বাস্তবে তা ঘটেনি। দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের ‘ফেরত আসছে নারী শ্রমিক’ শীর্ষক বৈঠকিতে তিনি এ মন্তব্য করেন।
বৃহস্পতিবার (১৯ জুলাই) বিকাল সাড়ে ৪টায় শুরু হয়েছে এ বৈঠকি।
রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।
জেসমিন আক্তার বলেন, ‘বাড়ির পাশে লোকজন বিদেশ যাচ্ছে। তাদের মাধ্যমে জেনেছি নারীরাও বিদেশ যেতে পারবেন। তখন দালাল মাহবুবের মাধ্যমে যোগাযোগ করি। পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলাম। বিদেশ গেলে ভালো আচরণ করে, বেতন দেয়— এসব বলেছে দালাল। সেই দালাল অনেক লোক পাঠিয়েছে বিদেশে।’
তিনি বলেন, ‘নগদ ২৫ হাজার টাকা দালাল নেয়। এছাড়া পাসপোর্ট তৈরি, ঢাকা আসা-যাওয়া এসব কাজেও টাকা খরচ হয়। একটি ভাষা শেখার কোর্স করেছি।’
সৌদি আরবের অভিজ্ঞতা বর্ণনা করে জেসমিন আক্তার বলেন, মালিক বিমানবন্দর থেকে আমাকে নিয়ে যায়। শোয়ার একটি জায়গা দেয়। আধা ঘণ্টা বিশ্রাম করার পর কাজ করতে বলেন। আমি গোছল করতে চেয়েছিলাম, কিন্ত টানা একদিন আমাকে গোছল করতে দেয়নি। তখন রমজান মাস, বাড়ির লোকজন তারাবির নামাজ পড়তে গেলে আমি গোছল করি। ছাদে একটা নোংরা রুমে থাকতে দেয়, সেটি পরিষ্কার করে আমি থাকি। যতদিন আমি ছিলাম আমাকে খেতে দিতো না, ঘুমাতে দিতো না। ক্ষুধা লাগলে পানি খেতাম। কিন্তু পানিতে কি ক্ষুধা মিটে?’
ওই বাড়িতে প্রায় চার দিন থাকার পর পালিয়ে চলে আসেন জেসমিন আক্তার।
তিনি বলেন, ‘আমি যেদিন চলে আসি আমাকে মাথায় চড় দেয়। আমি বাড়ি থেকে চলে আসি। পরে এক বাঙালির সহায়তায় অ্যাম্বাসিতে চলে আসি। আমি অ্যাম্বাসিতে গিয়ে দেখিছি নির্যাতনের শিকার অনেক মেয়ে সেখানে আছে।’

/সিএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী