X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

লালবাগে দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০১৮, ২০:০৭আপডেট : ১১ আগস্ট ২০১৮, ০৯:১২

যৌন নির্যাতন

রাজধানীর লালবাগে দুই শিশু স্কুলছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে উঠেছে। এ ঘটনায় শুক্কুর আলী (৩০) নামের অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ।

গত ৭ আগস্ট (মঙ্গলবার) দুপুর দুইটার দিকে লালবাগের শহীদ নগরে একটি বহুতল ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগীর পরিবার বিষয়টি জানার পর লালবাগ থানায় একটি মামলা দায়ের করে। শুক্রবার (১০ আগস্ট) পুলিশ ওই দুই শিশুকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ঘটনায় ৯ আগস্ট (বৃহস্পতিবার) নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী দুই শিশুর পরিবার। মামলা নম্বর-৯। পরে অভিযুক্ত আসামি শুক্কুর আলীকে গ্রেফতার করা হয়। দুই শিশুকে শুক্রবার ঢামেক হাসপাতালের ওসিসি'তে ভর্তি করানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভুক্তভোগীদের মধ্যে একজনের অভিযোগ, এর আগেও একাধিকবার শুক্কুর আলী সাত বছরের শিশুটিকে ডেকে নিয়ে যৌন নির্যাতন করেছে। আসামিকে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে।’

ভুক্তভোগী এক শিশুর বাবা জানান, শহীদনগরে একটি বহুতল ভবনের চতুর্থ তলায় সাত বছর বয়সী মেয়েসহ ভাড়া থাকেন তারা। একই বাসার নিচতলায় পরিবারের সঙ্গে বসবাস করে ৯ বছরের আরেক স্কুলছাত্রী। শিশু দুটি স্থানীয় একটি স্কুলে চতুর্থ ও তৃতীয় শ্রেণিতে পড়ে।

তিনি বলেন, ‘গত ৭ আগস্ট বেলা দুইটার দিকে একই ভবনের দ্বিতীয়তলার ভাড়াটিয়া শুক্কুর আলী (৩০) একশ’ টাকার লোভ দেখিয়ে তার মেয়েকে রুমে নিয়ে যায়। সেখানে শিশুটির ওপর যৌন নির্যাতন চালায় সে। একই সময় অন্য শিশুটিও সেখানে গেলে তাকেও নির্যাতন করে অভিযুক্ত শুক্কুর আলী।’

তিনি বলেন, ‘পরে শিশু দুটি এই ঘটনা প্রকাশ করলে স্থানীয়ভাবে বিচার-সালিশের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। কোনও সুরাহা না হওয়ায় লালবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়।

/এসজেএ/এআইবি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
রাঙামাটির দুর্গম কেন্দ্রগুলোতে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম
রাঙামাটির দুর্গম কেন্দ্রগুলোতে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম
রাতের আঁধারে ২৪ লাখ টাকা ও ১১ সহযোগীসহ নির্বাচনের প্রার্থী আটক
রাতের আঁধারে ২৪ লাখ টাকা ও ১১ সহযোগীসহ নির্বাচনের প্রার্থী আটক
কাজাখস্তানের নারী দাবাড়ুকে  হারিয়ে প্রথম জয় ফাহাদের
কাজাখস্তানের নারী দাবাড়ুকে  হারিয়ে প্রথম জয় ফাহাদের
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র