X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

নওশাবা কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০১৮, ১৮:১৬আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ২০:৪২

র‌্যাবের হাতে আটক অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ (ফাইল ফটো) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে উসকানিমূলক তথ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (১৩ আগস্ট) বিকেলে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আদালতের বিচারক আসাদুজ্জামান নুর তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।


এর আগে সকালে রিমান্ড শেষে আদালতে পাঠানোর পর তিনি অসুস্থ হয়ে পড়েন। আদালতে সোপর্দ করার আগেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে হাসপাতাল থেকে তাকে আবারও আদালতে পাঠানো হয়।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় ফেসবুক লাইভে এসে গুজব ছড়ানোর অভিযোগে তথ্য ও প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় দুই দফা রিমান্ড শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আদালতের বিচারক আসাদুজ্জামান নুর এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নওশাবাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। বিচারক শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
নওশাবার পক্ষে তার আইনজীবী এ এইচ কায়সারুল ইসলাম জামিন শুনানিতে অংশ নেন। এর আগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য গত ৫ আগস্ট চারদিন এবং ১০ আগস্ট দুইদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আদালত।
প্রসঙ্গত, নিরাপদ সড়কের আন্দোলনে ফেসবুক লাইভে কাজী নওশাবা দাবি করেন, রাজধানীর জিগাতলায় একজন শিক্ষার্থীর চোখ তুলে ফেলা হয়েছে এবং মেরে ফেলা হয়েছে চার শিক্ষার্থীকে।
তবে তার দেওয়া তথ্যের কোনও সত্যতা পাওয়া যায়নি। এ নিয়ে পরবর্তীতে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। এ ঘটনায় তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে র‌্যাব ১-এর ডিএডি মো. আমিনুল ইসলাম উত্তরা পশ্চিম থানায় বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলাটি দায়ের করেন।

/টিএইচ/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
আজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাআজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
প্রথম জেলা শাখা হিসেবে নোয়াখালীতে উন্মুক্ত লাইব্রেরির যাত্রা শুরু
প্রথম জেলা শাখা হিসেবে নোয়াখালীতে উন্মুক্ত লাইব্রেরির যাত্রা শুরু
ফ্রিজের আয়ু বাড়বে এই ৫ টিপস মানলে
ফ্রিজের আয়ু বাড়বে এই ৫ টিপস মানলে
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধের বিষয়ে যা বলছে বিটিআরসি
অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধের বিষয়ে যা বলছে বিটিআরসি