X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

বিচারব্যবস্থায় চ্যালেঞ্জের সম্মুখীন নারী: কাজী রিয়াজুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০১৮, ১৯:৪৫আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ১৯:৪৬

‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’ আয়োজিত মতবিনিময় সভা জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, ‘নারীরা বিচারব্যবস্থায় চ্যালেঞ্জের সম্মুখীন এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে কিন্তু কাঙ্খিত বিচার পাচ্ছেন না। শনিবার (১৮ আগস্ট) বিকেলে রাজধানীর ডেইলি স্টার সেন্টারে আজিমুর রহমান কনফারেন্স হলে ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বিচার পাওয়া প্রতিটি মানুষের মানবিক অধিকার। প্রতি ১০০ জনে ৯৮ জন বিচার পায় না- এ তথ্য অত্যন্ত উদ্বেগজনক। বিচারকাজের সঙ্গে জড়িত সকলের মানসিক পরিবর্তন অত্যন্ত জরুরি। ন্যায্য সমাজ গড়তে হলে নারীর ওপর নির্যাতন বন্ধ করতেই হবে। যতদিন বিচারহীনতার সংস্কৃতি বজায় থাকবে, বিচারিক দীর্ঘসূত্রতা দূর না হবে ততদিন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে না।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের ডেপুটি কমিশনার ফরিদা ইয়াসমিন বলেন, পুলিশ নির্ধারিত সময়ে তদন্ত করে রিপোর্ট আদালতে পাঠায় কিন্তু আসামি জামিনে মুক্তি পেয়ে যায়। শুধু পুলিশকে অভিযুক্ত না করে সকলে মিলে এক সঙ্গে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, রূপা ও রিশার মামলায় অপরাধী তেমন প্রভাবশালী নয় তবু বিচারকাজে ধীরগতি, দীর্ঘসূত্রতা। তিনি সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে পুলিশের ওপর ভরসা না করে সাংবাদিকদের নিজেদেরই তদন্ত করার পরামর্শ দেন।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, আমরাই পারি জোটের নির্বাহী সমন্বয়কারী জিনাত আরা হক, বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবির প্রমুখ।

/এসও/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হৃদয়ের বিশ্বাস, এক ইনিংস ভালো করলেই ফর্মে ফিরবেন লিটন
হৃদয়ের বিশ্বাস, এক ইনিংস ভালো করলেই ফর্মে ফিরবেন লিটন
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
ভুয়া পুলিশ সদস্য আটক
ভুয়া পুলিশ সদস্য আটক
আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে অ্যাডায়ার ভ্রাতৃদ্বয়
আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে অ্যাডায়ার ভ্রাতৃদ্বয়
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা