X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

আবারও বিমানবন্দরে ১৯ কেজি এনপিএস জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৬আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪৪

নিউ সাইকোট্রপিক সাবসটেন্সেস (এনপিএস) তথা খাট (ফাইল ফটো) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৯ কেজি নিউ সাইকোট্রপিক সাবসটেন্সেস (এনপিএস) তথা খাট মাদক জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার (১৫ সেপ্টেম্বর) সকালে জেট এয়ারওয়েজে আসা এনপিএসের চালান বিমানবন্দরের ফরেন পোস্ট অফিস থেকে জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দা শাখার অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম শিকদার বাংলা ট্রিবিউনকে জানান, ‘নিউ সাইকোট্রপিক সাবসটেন্সেস’ (এনপিএস) তথা ‘খাট’ মাদকের ১৯ কেজির একটি চালান আমরা জব্দ করেছি। এই চালানটি তেজগাঁওয়ের মনিপুরীপাড়ার বায়তুজ শরিফ মসজিদ কমপ্লেক্সের তৃতীয় তলার ১৪৯/এ শেনিন করপোরেশনের নামে ইথিওপিয়ার আদ্দিস আবাবা থেকে পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘এই চালানটি ইথিওপিয়া থেকে পাঠানো হলেও সেটি প্রথমে ভারতে যায়, সেখান থেকে জেড এয়ারলাইন্সে করে চালানটি ঢাকার শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছে। গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমরা খবর পেয়ে বিমানবন্দরের ফরেন পোস্ট অফিস থেকে খাট মাদকের চালানটি জব্দ করি।’
এর আগে, শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সকালে ছয়টি কার্টনে থাকা ১২০ কেজি এনপিএস মাদক জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গত ৩১ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডাক বিভাগের সর্টিং এয়ারপোর্ট অফিসের গোডাউন থেকে ২৩টি কার্টনে আনা মোট ৪৬৮ কেজি এনপিএস তথা খাট (নতুন মাদক) আটকের পর কাকরাইল থেকে রাতেই আমদানিকারক দুবাই ফেরত মোহাম্মদ নাজিমকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
প্রসঙ্গত, ‘গ্রিন টি’র মতো দেখতে এ মাদক মূলত ইথিওপিয়ান গাঁজা বা খাট ‘KHAT’ তথা নিউ সাইকোট্রপিক সাবসটেন্সেস (এনপিএস)। এটি পানির সঙ্গে মিশিয়ে তরল করে সেবন করা হয়। সেবনের পর মানবদেহে এক ধরনের উত্তেজনা সৃষ্টি হয়। এতে অনেকটা ইয়াবার মতো প্রতিক্রিয়া হয়।
এটি বাংলাদেশে আগত নতুন ধরনের মাদক। এই মাদকের রফতানিকারক ইথিওপিয়ার জিয়াদ মুহাম্মদ ইউসুফ। গত ৩১ আগস্ট ও ৮ সেপ্টেম্বর একই ধরনের দুটি পণ্যের চালান আটক করা হয়েছিল, যার ওজন যথাক্রমে ৪৬০ ও ১৬০ কেজি।

/এসজেএ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার তালিকায় সৈকত
টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার তালিকায় সৈকত
গাজায় পানি শূন্যতায় ভুগছেন দেড় লক্ষাধিক গর্ভবতী নারী
গাজায় পানি শূন্যতায় ভুগছেন দেড় লক্ষাধিক গর্ভবতী নারী
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ