X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সড়ক বিভাজকের ময়লা রাস্তায়, ভোগান্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০১৮, ১৮:২২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪২





সড়ক বিভাজকের ময়লা রাস্তায়, ভোগান্তি

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর থেকে সায়েন্সল্যাব পর্যন্ত সড়কের বিভাজকের ময়লা ও আগাছা পরিষ্কার করছে ঢাকা দক্ষিণ সিটি করপারেশন (ডিএসসিসি)। এ কাজের ময়লা সড়কে ফেলে রাখা হয়েছে। এতে পুরো সড়কে তা ছড়িয়ে পড়ছে। গত দুই দিন ধরে এ পরিস্থিতি বিরাজ করলেও ময়লা-অবর্জনা অপসারণ করা হচ্ছে না।
তবে সিটি করপোরেশনের দায়িত্বরত কর্মকর্তা বলছেন, ময়লা অপসারণের জন্য দুটি গাড়ি দেওয়া হয়েছে। সংস্থার পরিবহন চালক শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচন নিয়ে ব্যস্ত চালকরা। সে কারণে চালক পাওয়া যাচ্ছে না। আজ শনিবার সন্ধ্যার পর ময়লা অপসারণ করা হবে।
ডিএসসিসি সূত্র জানিয়েছে, সড়কটির সৌন্দর্য্য বাড়ানোর জন্য শ্রমিক দিয়ে সড়ক বিভাজকের গাছপালার আগাছা কেটে অতিরিক্ত মাটি সরিয়ে নেওয়া হচ্ছে। এ জন্য গত কয়েকদিন ধরে শ্রমিকরা নগরীর বিভিন্ন সড়ক বিভাজকে কাজ করছে। তবে অপসারিত মাটি ও আগাছ সরিয়ে নেওয়ার জন্য বর্জ্য ব্যবস্থাপনা বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু আজ শনিবার ডিএসসিসির পরিবহন চালক শ্রমিক কর্মচারী ইউনিয়নে বার্ষিক নির্বাচন চলছে। সে কারণে চালকরা ব্যস্ত রয়েছে।
শনিবার বিকেলে ধানমন্ডি ৩২ নম্বর থেকে সায়েন্সল্যাব পর্যন্ত সড়কে দেখা গেছে, বিভাজকের আগাছা কেটে ফেলা হয়েছে। কোথাও কোথাও মাটির স্তূপ পড়ে আছে। যানবাহনের চাকা ও বাতাসের সঙ্গে ধুলাবালি মূল সড়কে ছড়িয়ে পড়ছে।
কলাবাগান এলাকার দোকান কর্মচারী রাজিব উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গতকাল সকাল থেকে সিটি করপোরেশনের লোকজন পরিষ্কারের জন্য কাজ শুরু করে। আগাছা কেটে ও মাটি অপসারণ করে রাস্তার পাশে ফেলে রাখে। এখনও সরানো হয়নি। যানবাহনের চাকা আর বাতাসের সঙ্গে ধুলা উড়ে দোকানে আসছে।’
জানতে চাইলে ডিএসসিসির অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল থেকে আমাদের দুটি গাড়ি লাগানো আছে। তারা কাজ করছে। তবে আজ চালক সমিতির একটা নির্বাচন হচ্ছে। সে কারণে চালকরা একটু সেদিকে ব্যস্ত। সন্ধ্যার মধ্যে সব ময়লা সরে যাবে।’

/এসএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী