X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

হৃদরোগ ইনস্টিটিউটের ওটি সংস্কারে লাগবে চার সপ্তাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪৬আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৭





হৃদরোগ ইনস্টিটিউটের ওটি সংস্কারে লাগবে চার সপ্তাহ

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের অপারেশন থিয়েটারের (ওটি) সংস্কার কাজ চলায় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। যারা এরই মধ্যে ভর্তি হয়ে আছেন তারা হাসপাতাল ছাড়তে পারছেন না, আবার নতুন রোগীও ভর্তি নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে ক্ষোভ জানিয়েছেন রোগীর স্বজনরা। কর্তৃপক্ষ বলছে, ওটি চালু হতে আরও চার সপ্তাহ লাগবে।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে ওটি রয়েছে পাঁচটি। এর মধ্যে চারটির সংস্কার কাজ চলছে। শুধু ভাসকুলার সার্জারি বিভাগের সার্জারি ওটি চালু রয়েছে। এতে রক্তনালীর কিছু অস্ত্রোপচার করা হচ্ছে। ফলে ওপেন হার্ট সার্জারিসহ অন্য অস্ত্রোপচার বন্ধ রয়েছে। দুটি আইসিইউ রুমও ভেঙে বড় করা হচ্ছে। এতে করে বিপুলসংখ্যক রোগীর চিকিৎসা ব্যাহত হচ্ছে।
চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে ঢাকায় বাইপাস সার্জারি করার জন্য পাঠানো হয় মুক্তিযোদ্ধা আবুল বাশারকে (৬২)। গত একমাস ধরে হাসপাতালে ভর্তি থেকেও অস্ত্রোপচারের সুযোগ পাননি তিনি। এ নিয়ে তার পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন। বাংলা ট্রিবিউনকে তারা বলেন, একটি হাসপাতাল কখনও একসঙ্গে সবগুলো ওটি এভাবে বন্ধ রাখতে পারে না। এতে করে আমাদের রোগীর মৃত্যুর ঝুঁকি বাড়ছে।
জানা গেছে, সমস্যার শুরু এ মাসের দ্বিতীয় সপ্তাহে। গত আগস্টে ওপেন হার্ট সাজারি করার পর সাতজন রোগীর মৃত্যু হয়। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অস্বাভাবিক মনে হওয়ায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে জীবাণু সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
ওটি জীবাণুমুক্ত করা প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডা. তানভীর আহমেদ হিমন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একটি হাসপাতালের ওটি থেকে বিভিন্নভাবে জীবাণুর সংক্রমণ হতে পারে। যেমন ওটির স্টেরিলাইজেশন পদ্ধতি ঠিক না হলে, ওটিতে যে কাপড় দিয়ে রোগীকে ঢাকা হয় সেটা যদি লন্ড্রি থেকে ভেজা দেওয়া হয়, ওটির ক্লিনিং যদি ভালো না হয় তবে সংক্রমণ হতে পারে।’
তিনি বলেন, ‘ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হলো ওটির মেঝেতে কোনও দাগ থাকবে না। দাগে জীবাণু জমে থাকে। সরকারি হাসপাতালে দেখা যায় ওপর দিয়ে ড্যাম্প। ওটি যদি ড্যাম্প হয় তাহলে অবশ্যই ইনফেকশন হবে। ওটির এসিও অন্যরকম হওয়ার কথা। তার তাপমাত্রা কম থাকবে। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই ওটির এটি ঠিক থাকে না। ফলে ধুলাবালি জমে জীবাণুর সংক্রমণ হয়। আবার রোগীর কারণেও জীবাণুর সংক্রমণ হতে পারে।’
হেলথ রাইটস মুভমেন্ট-এর প্রেসিডেন্ট ডা. রশীদ-ই-মাহবুব বলেন, ‘ওটির সংস্কার তো করতেই হবে। তবে এক্ষেত্রে অন্য একটা বন্দোবস্ত করতে পারলে ভালো হতো।’
জানা যায়, হৃদরোগ হাসপাতালে প্রাথমিকভাবে জীবাণু সংক্রমণ হতে পারে এমন ৪২টি স্থান শনাক্ত করা হয়েছে। এতে দেখা গেছে, সম্পূর্ণ ওটি প্রথমে ফিউমিগেশন (গ্যাস দিয়ে জীবাণুমুক্ত) করতে হবে। স্টেবিলাইজার মেশিন পরিবর্তন করতে হবে। সিঙ্ক পুনঃস্থাপনসহ সংশ্লিষ্টদের পোশাকও জীবাণুমক্ত করা দরকার।
যোগাযোগ করেও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আফজালুর রহমানকে পাওয়া যায়নি। তবে হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কাজী শরীফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সরকারি চাকরি করি। তাই আমাদের কিছু বিধিনিষেধ রয়েছে। আমরা চাকরিগত কারণে গণমাধ্যমের কাছে কিছু বলতে পারবো না।’
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল) ডা. মো. জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি বিষয়টি এ-টু-জেড জানি। গণপূর্ত বিভাগ বলেছে তিন সপ্তাহের মধ্যে ওটি চালু হবে। তবে ওখানকার পরিচালক আফজাল সাহেব বলেছেন, তিন সপ্তাহের মধ্যে চালু করা সম্ভব নয়, চার সপ্তাহ লাগবে।’

/টিওয়াই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী