X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৮, ১৪:২৫আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ১৪:২৮

শাহবাগে সড়কে বসে শিক্ষার্থীদের সমাবেশ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর শাহবাগে সমাবেশ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শনিবার (২০ অক্টোবর) বেলা ১১টায় শাহবাগে অবস্থান নেন তারা।
তবে আন্দোলনকারীদের অভিযোগ, বেলা ১১টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিলে পুলিশ তাদের অবস্থানে বাধা দেয়। পরে তারা মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গেলে সেখানেও বাধা দিয়েছে পুলিশ। পরে আবার মিছিল নিয়ে দোয়েল চত্বর হয়ে রাজু ভাস্কর্যে কিছু সময় অবস্থান নিয়ে বেলা দেড়টার দিকে আবারও জাদুঘরের সামনে এসে অবস্থান নিয়েছেন। সেখানেও পুলিশ তাদের বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে শাহবাগে সমাবেশ আন্দোলনকারীরা জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ ৪০তম বিসিএস পরীক্ষার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই বাস্তবায়ন করার কথা ছিল। কিন্তু তা বাস্তবায়ন না করায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা এ অবস্থান কর্মসূচি শুরু করেছে।
শিক্ষার্থীরা বলেন, অবস্থান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে ঢাকাসহ কুমিল্লা, রাজশাহী, ময়মনসিংহ থেকে আন্দোলনকারীরা কর্মসূচিতে যোগ দিয়েছেন। অন্যদিকে শাহবাগ থানার কর্তব্যরত পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের পাশেই অবস্থান করছেন। আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা জাদুঘরের সামনে থেকে সরবেন না।
আন্দোলনে বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, 'আন্দোলনের কারণে রাস্তায় যানজট সৃষ্টি হওয়ায় জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। তাই তাদের বুঝিয়ে বলা হচ্ছে, তারা যেন যানজট সৃষ্টি না করেন।'

/আরএআর/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোরিওগ্রাফার ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ২৩ মে
কোরিওগ্রাফার ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ২৩ মে
শহর থেকে গ্রামে ফেরা মানুষের সংখ্যা দুই বছরে দ্বিগুণ
শহর থেকে গ্রামে ফেরা মানুষের সংখ্যা দুই বছরে দ্বিগুণ
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি