X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

আগামী সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে: রিয়াজুল কবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৮, ১৭:৩২আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ২২:০৩

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওছার একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওছার। তিনি বলেন, ‘নির্বাচন কিন্তু একদিন অথবা দুই দিনের ব্যাপার নয়। প্রায় ৩০ থেকে ৩৫ দিনের ব্যাপার। নির্বাচনের প্রস্তুতি শুরু হয় আরও আগে। কয়েকমাস বাদেই আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে আশা করছি, নির্বাচন কমিশনই তা আয়োজন করবে।’

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘নির্বাচনের ঘণ্টা’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। মঙ্গলবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে ৪টা থেকে বৈঠকি শুরু হয়। রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

আওয়ামী লীগের এ নেতা আরও বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারির পর থেকেই আগামী একাদশ নির্বাচনের ঘন্টা বাজতে শুরু করেছে। বর্তমানে ঢাকা শহরে নির্বাচনি প্রচারণা চোখে পড়ছে না। তবে গ্রাম অঞ্চলে ইতোমধ্যে প্রচারণা শুরু হয়ে গেছে।’

তিনি অভিযোগ করেন, ‘২০১৪ সালের নির্বাচন বানচালে বিএনপি আগুন সন্ত্রাস কর্মকাণ্ড চালিয়েছে, এ কথা গোটা জাতি জানে। এরপর এই সরকারের অধীনেই স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেসব নির্বাচনে কোনও দলতো একটাতেও বয়কট করেনি। বরং বিএনপি না জিততে পারলে বলেছে কারচুপি হয়েছে, অন্যদিকে যখন জিতেছে তখন বলেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে।’

এটিএন নিউজে বৈঠকের সরাসরি সম্প্রচার ছাড়াও বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজেও অনুষ্ঠানটি লাইভ দেখা যাচ্ছে।

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অধ্যয়ন বিভাগের অধ্যাপক ও নির্বাচন পর্যবেক্ষক কাজী মারুফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যবস্থাপনা সম্পাদক আশিষ সৈকত ও বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি শফিকুল ইসলাম।

/আরএআর/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী