X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

শরীরচর্চা শিক্ষকরা দ্বিতীয় শ্রেণির মর্যাদা পেতে যাচ্ছেন

এস এম আববাস
০১ নভেম্বর ২০১৮, ২০:৩৩আপডেট : ০১ নভেম্বর ২০১৮, ২০:৩৫



শিক্ষা মন্ত্রণালয় অবশেষে পেশাগত বৈষম্যের শিকার দেশের সরকারি কলেজ, টিচার ট্রেনিং কলেজ ও আলিয়া মাদ্রাসার শরীরচর্চা শিক্ষকদের বঞ্চনা দূর হলো। দীর্ঘ অপেক্ষার পর তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণির মর্যাদা পেতে যাচ্ছেন এসব শিক্ষক। বৃহস্পতিবার (১ নভেম্বর) দুপুরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর ফলে কর্মরত ১৬৩ জন শিক্ষকের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হচ্ছে চলেছে। সভার পর সমন্বয় ও সংস্কার সচিব এন এম জিয়াউল আলম বিষয়টি নিশ্চিত করেন।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব অতিরিক্ত সচিব (প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয় অধিশাখা) মো. আব্দুল বারিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে।’
শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, ২০১২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১২ সালের ১৫ মে এক শিক্ষক সমাবেশে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর ওই ঘোষণার পর সহকারী শিক্ষকরা দ্বিতীয় শ্রেণির মর্যাদা পেলেও বাদ পড়েন একই গ্রেডে নিয়োগ পাওয়া শরীরচর্চা বিষয়ক শিক্ষকরা।
এরপর মর্যাদা বঞ্চিত শরীরচর্চা শিক্ষকরা হাইকোর্টে একটি রিট দায়ের করেন। ওই রিট শুনানি শেষে আদালত ২০১৪ সালের ১৪ মে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শরীরচর্চা শিক্ষকদের দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার নির্দেশ দেন।
আদালতের নির্দেশের পর শিক্ষা মন্ত্রণালয়কে পদটি তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার প্রস্তাব দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। এই প্রস্তাবের পর জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর প্রস্তাবটি অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয় প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে উত্থাপনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়। দীর্ঘ-প্রক্রিয়ার পর বৃহস্পতিবার কমিটির সভায় প্রস্তাবটির অনুমোদন দেওয়া হয়।
মাউশি থেকে জানা গেছে, শরীরচর্চা শিক্ষকের পদ বর্তমানে ২২০টি। তবে সারাদেশে বর্তমানে ১৬৩ জন শরীরচর্চা শিক্ষক কর্মরত। বাকি পদে এখন নিয়োগ দিতে হলে পিএসসির মাধ্যমে অনুমোদন প্রয়োজন হবে।

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব কর্মচারীর জন্য আবাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে: মেয়র তাপস
সব কর্মচারীর জন্য আবাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে: মেয়র তাপস
উপজেলা নির্বাচন অর্থ ও সময়ের অপচয় মাত্র: সাইফুল হক
উপজেলা নির্বাচন অর্থ ও সময়ের অপচয় মাত্র: সাইফুল হক
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
ফসল উৎপাদনে বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে: কৃষিমন্ত্রী
ফসল উৎপাদনে বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে: কৃষিমন্ত্রী
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল