X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

পর্দাতেই ফুটে ওঠে নির্মাতার ‘নিয়্যাত’: নন্দিতা দাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৮, ২০:৪৮আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ২০:৫১







পর্দাতেই ফুটে ওঠে নির্মাতার ‘নিয়্যাত’: নন্দিতা দাস দশ বছর পর নিজের দ্বিতীয় চলচ্চিত্র নিয়ে জনসমক্ষে হাজির হয়েছেন ভারতের সমাদৃত পরিচালক নন্দিতা দাস। তার পরিচালিত ‘মান্টো’ চলচ্চিত্রটির প্রিমিয়ার শো ছিল এবারের ঢাকা লিট ফেস্টের অন্যতম আকর্ষণ। উৎসবের প্রথমদিন বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে প্রদর্শিত হয় মান্টো। প্রদর্শন শেষে তিল ধারণের ঠাঁইহীন মিলনায়তনে অ্যানি জাইদির সঞ্চালনায় সবার সঙ্গে মান্টো নিয়ে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করেন নন্দিতা দাস।
প্রথমেই আলাপের প্রসঙ্গ ছিল কেন ‘মান্টো’। জবাবে পরিচালক নন্দিতা দাস বলেন, সাদাত হোসেন মান্টো ও তার মতো লেখকদের লেখনীর ওপর বার বার আঘাত এসেছে। সমাজের সামাজিক ও আইনি কাঠামোর কারণেও সত্য প্রকাশে লেখকদের বাধার সম্মুখীন হতে হয়েছে। সমাজের এমন অনুদ্ঘাটিত বা চাপা পড়া বাস্তবতা প্রকাশের প্রয়োজনীয়তা গণমানুষের সামনে তুলে ধরার উদ্দেশ্যই হলো ‘মান্টো’।
মান্টোর জীবনী নিয়ে গবেষণা করতে গিয়ে নন্দিতা উপলদ্ধি করেন, এমন অনেক কথাই মান্টো তার সময়ে বলে গেছেন যা আমরা এখন এই একবিংশ শতাব্দীর বাস্তবতায় দাঁড়িয়েও বলতে পারি না। লেখক সাদাত হোসেন মান্টোকে আখ্যা দেওয়া হয় ‘ভারতের অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্পকার’ হিসেবে। পাকিস্তানেও এমনটা ভাবা হয়। এর কারণ হিসেবে নন্দিতা বলেন, ‘ওই সমাজের নিদারুণ বাস্তবতার চিত্র মান্টোর মতো করে এত সাবলীলভাবে কেউ কাগজে তুলে আনতে পারেননি।
পর্দাতেই ফুটে ওঠে নির্মাতার ‘নিয়্যাত’: নন্দিতা দাস নিজের অভিনয় জীবনেরও ছোট ছোট গল্প সবাইকে শোনান নন্দিতা। তার মুখ থেকেই জানা যায়, নিজের ইচ্ছায় নয়, হঠাৎ করেই বলিউডে অভিনয় করার দরজা খুলে যায় নন্দিতার।
প্রশ্নোত্তরের বেলায় সবচেয়ে বেশি সরব ছিলেন নন্দিতা। মনোযোগ দিয়ে প্রত্যেকের কথা শোনা, নির্দিষ্ট করে সেসবের উত্তর দেওয়ার ফাঁকেই মাতৃভাষা বাংলায় কথা বলেন।
চলচ্চিত্র নির্মাণের প্রতি আগ্রহী তরুণ প্রজন্মের প্রতি আশাবাদ ফুটে ওঠে তার কণ্ঠে। নন্দিতা মনে করেন, যখন কোনও চলচ্চিত্র পর্দায় প্রদর্শিত হয়, সেই পর্দায় নির্মাতার ‘নিয়্যাত’ বা উদ্দেশ্য ফুটে ওঠে। এই উদ্দেশ্যই ওই চলচ্চিত্রের সঙ্গে দর্শকের যোগসূত্র তৈরি করে দেয়।
ভারতের চলচ্চিত্র শিল্পে নারীদের অবস্থান, অধিকারের প্রসঙ্গে বলেন, গায়ের রঙ বা সৌন্দর্য নয় প্রত্যেক মানুষের যোগ্যতাই তার অবস্থান নির্ধারণ করে দেয়।
চিন্তা বা বাকস্বাধীনতার ক্ষেত্রে বাধা আসবেই। এমন একটি সমাজেই আমরা বাস করি যেখানে কণ্ঠ রোধ করার চেষ্টা করা হবেই। তবুও এর ভেতর থেকেই আমাদের আরও জোরে কণ্ঠ ছাড়তে হবে। আর লিট ফেস্টের আসরে প্রথমবার এসে এ দায়িত্ব পালনের গুরুভার তিনি দিয়ে গেলেন তরুণ প্রজন্মের কাঁধে। 

/এইচআই/
সম্পর্কিত
আমি ইউটিউবে বাংলাদেশের নাটক দেখি: শীর্ষেন্দু
দৃঢ় হলো পাঠক-লেখকের বন্ধন, শেষ হলো ঢাকা লিট ফেস্ট
ফেক নিউজ: অধিকার, দায়বোধ, প্রতিকার
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী