X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

যে গল্পে চিত্রিত হয়েছে মুক্তিযুদ্ধের কথা, বাংলাদেশের কথা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৮, ১৮:২৯আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ২০:২৮
image

একটু বয়স হওয়ার পর থেকেই সপ্তাহে পাঁচটি করে উপন্যাস পড়া যে মানুষের অভ্যাস, ‍উপন্যাসের রাজ্যে তার বিচরণ কোন স্তরে তা সহজেই অনুমেয়। কথা বলছি ব্রিটিশ সাহিত্যিক ফিলিপ হেনশারকে নিয়ে। ইউরোপের এক শহর থেকে অন্য শহরে ছুটি কাটানোর মাঝে একদিন লেখার ঝোঁক পেয়ে বসে ফিলিপকে। সেই যে শুরু, এখনও তা দিব্যি অব্যাহত আছে।

যে গল্পে চিত্রিত হয়েছে মুক্তিযুদ্ধের কথা, বাংলাদেশের কথা
ফিলিপ হেনশার বাথ স্পা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়েটিভ রাইটিং বিভাগের অধ্যাপক। সাহিত্যিক পরিচয়েও তিনি সুপরিচিত। ঝুলিতে আছে বেশ ক‘টি সম্মানজনক পুরস্কার। এরমধ্যে ‘কিচেন ভেনম’ সমারসেট মম পদক, আর ‘সিন’স ফ্রম আরলি লাইফ’ জিতেছে ওনদাৎজে পুরস্কার। বুকার প্রাইজের জন্য শর্টলিস্টেডও হয়েছেন। তার সবশেষ উপন্যাসটির উপজীব্য হলো ঢাকা ও শেফিল্ডে বাস করা দুটি পরিবারের গল্প, যার নাম ‘দ্য ফ্রেন্ডলি ওয়ানস।’

দ্য ফ্রেন্ডলি ওয়ানস-এর সঙ্গে বাংলাদেশ, ঢাকা, আমাদের মুক্তিযুদ্ধ খুব গভীরভাবে জড়িত। ঢাকা লিট ফেস্টের অষ্টম আসরের দ্বিতীয় দিন (৯ নভেম্বর) বিকালে কবি শামসুর রাহমান সম্মেলন কক্ষে খাদেমুল ইসলামের সঞ্চালনায় এই উপন্যাসটির ইতিবৃত্ত তুলে ধরেন ফিলিপ।

সাহিত্য পত্রিকা বেঙ্গল লাইটস-এর সম্পাদক, অনুবাদক, লেখক খাদেমুল ইসলাম। দেশ ও দেশের বাইরে বিভিন্ন সাময়িকীতে নিয়মিত প্রকাশিত হয় তার লেখা। যুক্তরাজ্যের ব্লুমসবারি প্রকাশনা থেকে শিগগিরই প্রকাশ হতে যাচ্ছে তার একটি নন-ফিকশন গ্রন্থ।

শেফিল্ডে একটি ব্রিটিশ পরিবারের পাশের বাড়িতেই থাকেন একটি এশীয় পরিবার। এই দুই পরিবারের পারস্পরিক ঘটনার ধারাক্রমে এগিয়ে যায় উপন্যাসটির ন্যারেটিভ। ধীরে ধীরে ফুটে ওঠে ১৯৭১ সালের পুরোটা সময় ধানমন্ডিতে কাটানো এক পরিবারের দৃষ্টিতে সাজানো বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস।

খাদেমুল ইসলামের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ফিলিপ বলেন, ‘এই দুটো পরিবারের সমান্তরাল গল্পের আড়ালে একই সময়ে দুটো একেবারেই ভিন্ন সংস্কৃতির কীভাবে মিথস্ক্রিয়া ঘটে তা স্পষ্ট হয়েছে।’

মজার ছলে খাদেম জানতে চেয়েছিলেন, ‘কীভাবে এত লেখা সম্ভব?’ ফিলিপের উত্তর একেবারেই সোজাসাপ্টা। ‘সকাল সকাল ঘুম থেকে উঠেই লিখতে বসে যাও, দেখবে কম করে হলেও ৫০০ শব্দ লিখে ফেলেছ। এবার দু’বছর এই চর্চা অব্যাহত রাখো। ব্যাস!’

/এনএ/এমওএফ/
সম্পর্কিত
আমি ইউটিউবে বাংলাদেশের নাটক দেখি: শীর্ষেন্দু
দৃঢ় হলো পাঠক-লেখকের বন্ধন, শেষ হলো ঢাকা লিট ফেস্ট
ফেক নিউজ: অধিকার, দায়বোধ, প্রতিকার
সর্বশেষ খবর
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
প্রথমবার মেজর লিগ সকারের প্লেয়ার অব দ্য মান্থ মেসি
প্রথমবার মেজর লিগ সকারের প্লেয়ার অব দ্য মান্থ মেসি
গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৪১
গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৪১
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ