X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

নির্বাচন শিডিউলে আটকে গেছে সরকারি স্কুলের ভর্তি পরীক্ষা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৮, ১৪:১৮আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ১৪:২৫

শিক্ষা মন্ত্রণালয়

আগামী জাতীয় সংসদ নির্বাচনের কারণে সারাদেশের স্কুলের বার্ষিক পরীক্ষা ১০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশনা থাকলেও সরকারি স্কুলে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়নি এখনও। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচনের তারিখ চূড়ান্ত না হওয়ায় একের পর এক বৈঠক করেও ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। তবে আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এ পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক খসড়ায় ১৭, ১৮, এবং ১৯ ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত করার কথা থাকলেও তা চূড়ান্ত করা সম্ভব হয়নি। আবার ২৩ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তফসিল ঘোষণার পর মন্ত্রণালয় ২৫, ২৬, ২৭ ডিসেম্বর ভর্তি পরীক্ষা নেওয়ার খসড়া করলেও চূড়ান্ত করা সম্ভব হয়নি। ফলে ভর্তি পরীক্ষা নির্বাচনের পরে অনুষ্ঠিত হবে বলে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। তবে সেই তারিখও নির্ধারণ করতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। গত রবিবার (১১ নভেম্বর) মন্ত্রণালয়ে এ সংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হলেও তারিখ চূড়ান্ত না করেই তা শেষ হয়।

এদিকে আজ  সোমবার (১২ নভেম্বর) নির্বাচন কমিশন পুনঃতফসিল ঘোষণা করে নির্বাচনের তারিখ ৩০ ডিসেম্বর নির্ধারণ করেছে। এখন ভর্তি পরীক্ষা কত তারিখে অনুষ্ঠিত হতে পারে জানতে চাইলে মাউশির পরিচালক (মাধ্যমিক) ড. আব্দুল মান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নির্বাচনের তারিখ চূড়ান্ত না হওয়ায় ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে আজ  খবর পেলাম, আগামী ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ফলে পরীক্ষা জানুয়ারির প্রথম সপ্তাহেই হয়তো অনুষ্ঠিত হবে। কারণ কমিশন আগেই জানিয়েছে, নির্বাচনের আগে ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না। অন্যদিকে ১০ ডিসেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষা শেষ করতে হবে।’

পরীক্ষা কতো তারিখে অনুষ্ঠিত হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‘তারিখ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে জানুয়ারিতে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে আলাপ করেই তারিখ নির্ধারণ করা হবে।’

 

 

/আরআরএ/এএইচ/
সম্পর্কিত
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
সর্বশেষ খবর
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন